EPL: দিয়েগো জোটা, সাদিও মানের গোলে বার্নলিকে সহজেই হারালো লিভারপুল

পুরো ম্যাচ জুড়েই দাপট দেখায় অল রেডসরা। নিজেদের পায়ে ধরে রাখে ম্যাচের ৬৭ শতাংশ বল। প্রথমার্ধে বার্নলি দুটি বল টার্গেটে রাখলেও অ্যালিসনের দুর্ভেদ্য প্রাচীর টপকে বল জালে গিয়ে ধরা দেয়নি।
EPL: দিয়েগো জোটা, সাদিও মানের গোলে বার্নলিকে সহজেই হারালো লিভারপুল
ছবি লিভারপুল-এর ট্যুইটারের সৌজন্যে

মরশুমের শুরুটা হল প্রত্যাশা মতোই। অ্যানফিল্ডের গ্যালারি ভর্তি স্টেডিয়ামে বার্নলিকে সহজেই হারালো লিভারপুল। চলতি মরশুম শুরুর দুই ম্যাচেই জয় নিয়ে প্রিমিয়ার লীগের অভিযান শুরু য়ুর্গেন ক্লপের।

পুরো ম্যাচ জুড়েই দাপট দেখায় অল রেডসরা। নিজেদের পায়ে ধরে রাখে ম্যাচের ৬৭ শতাংশ বল। প্রথমার্ধে বার্নলি দুটি বল টার্গেটে রাখলেও অ্যালিসনের দুর্ভেদ্য প্রাচীর টপকে বল জালে গিয়ে ধরা দেয়নি।

অনবদ্য খেলেই প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় মহম্মদ সালহারা। ম্যাচের ১৮ মিনিটে কনসটেন্টিনোসের পাস থেকে লিভারপুলকে এগিয়ে দেন পর্তুগীজ ফরোয়ার্ড দিয়েগো জোটা। ২৭ মিনিটে মহম্মদ সালহা লিভারপুলের হয়ে ব্যবধান বাড়ালেও সেই গোল বাতিল করা হয়।

দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে লিভারপুলের স্কোরলাইনে দ্বিতীয় গোলটি যোগ হয়। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের পাস থেকে অল রেডসদের হয়ে ব্যবধান বাড়ান সাদিও মানে। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখেই তিন পয়েন্ট গুছিয়ে নেন ক্লপ।

১৪ ই আগস্ট নরউইচ সিটিকে ৩-০ গোলে হারিয়ে ইপিএল অভিযান শুরু করে লিভারপুল। দ্বিতীয় ম্যাচে আজ বার্নলির বিরুদ্ধেও ক্লিন শিট বজায় তাদের। তবে আগামী ম্যাচে লিভারপুলের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তার কারণ ২৮ শে আগস্ট ভারতীয় সময় রাত ঠিক ১০ টায় টমাস টুখেলের চেলসির মুখোমুখি হচ্ছে ক্লপের লিভারপুল।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in