EPL: টটেনহ্যামের বিরুদ্ধে জয়, ত্রাতার ভূমিকায় রোনাল্ডো, আপাতত স্বস্তি গানার সোলশার-এর

টটেনহ্যামের ঘরের মাঠে ম্যান ইউর ত্রাতার ভূমিকায় সেই রোনাল্ডো। পর্তুগীজ যুবরাজ গোল করলেন, গোল করালেনও। প্রথমার্ধের ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডোই।
জয়ের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
জয়ের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছবি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

লিভারপুলের বিরুদ্ধে ৫-০ গোলে হারের পর ওলে গানার সোলশারের চাকরি নিয়েই চলছিলো টানাটানি। তবে ক্লাব কর্তৃপক্ষ সোলশারকে হয়তো টটেনহ্যামের বিরুদ্ধে শেষ সুযোগটাই দিয়েছিলেন। হ্যারি কেনদের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে ৩-০ গোলে জয় নিয়ে ঘুরে দাঁড়ালো রেড ডেভিলরা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ওলে গানার সোলশার। ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তাঁর ক্লাব।

টটেনহ্যামের ঘরের মাঠে ম্যান ইউর ত্রাতার ভূমিকায় সেই রোনাল্ডো। পর্তুগীজ যুবরাজ গোল করলেন, গোল করালেনও। প্রথমার্ধের ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডোই। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে রোনাল্ডোর বাড়ানো পাস থেকে দ্বিতীয় গোলটি করেন উরুগুয়েন স্ট্রাইকার এডিনসন কাভানি। ৮৬ মিনিটের মাথায় টটেনহ্যামকে তৃতীয় গোলটি হজম করান মার্কাস র‍্যাশফোর্ড।

ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেলেও গতরাতে ক্রিস্টাল প্যালেসের কাছে হারের মুখ দেখলো ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেস পেপ গার্দিওলার দলকে এতিহাদে হারিয়েছে ২-০ ব্যবধানে। একইদিনে ব্রিঘটনের বিরুদ্ধে ২-২ ব্যবধানে ড্র করেছে ক্লপের লিভারপুল। তবে জয়ের ধারা অব্যাহত রেখেছে টমাস টুখেলের চেলসি। নিউক্যাসেল ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে ব্লুজরা।

অন্যদিকে স্প্যানিশ লা লিগায় রিয়েল মাদ্রিদের জয়ের রাতে আবারও হোঁচট খেলো বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে এলচেকে তাঁদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে এসেছে রিয়েল। অন্যদিকে রোনাল্ড ক্যোমেন বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ সার্জি বারজুয়ানের অধীনেও পয়েন্ট খোয়ালো বার্সেলোনা। দেপোর্তিভো আলাভেসের বিরুদ্ধে গতরাতে ১-১ ব্যবধানে ড্র করেছে কাতালান ক্লাবটি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in