EPL: বার্নলির বিরুদ্ধে জয়, চ্যাম্পিয়ন্স লীগে খেলার সম্ভাবনা জোরালো হল লিভারপুলের

বার্নলির বিরুদ্ধে ৩-০ গোলে ম্যাচ জিতে লিসেস্টার সিটিকে পেছনে ফেলে লীগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ক্লপের ছাত্ররা। সেইসঙ্গে আগামী মরশুমে চ্যাম্পিয়নস লীগে খেলার সম্ভাবনা আরও জোরালো করেছে অল রেডসরা।
EPL: বার্নলির বিরুদ্ধে জয়, চ্যাম্পিয়ন্স লীগে খেলার সম্ভাবনা জোরালো হল লিভারপুলের
লিভারপুলের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

একের পর এক হারে চলতি মরশুমে ভরাডুবির মধ্যে পড়ে লিভারপুল। গত মরশুমের চ্যাম্পিয়নদের চলতি মরশুমে শীর্ষ চারে শেষ করাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিলো। অবশেষে গত রাতে বার্নলির বিরুদ্ধে ৩-০ গোলে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে লিসেস্টার সিটিকে পেছনে ফেলে লীগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ক্লপের ছাত্ররা। সেইসঙ্গে আগামী মরশুমে চ্যাম্পিয়নস লীগে খেলার সম্ভাবনা আরও জোরালো করেছে অল রেডসরা।

বার্নলির ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের ৪৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় লিভারপুল। অ্যান্ড্রু রবার্টসনের পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা রবার্টো ফিরমিনো।

দ্বিতীয়ার্ধে বার্নলিকে আরও দুটি গোল খাওয়ায় অল রেডসরা। ম্যাচের ৫২ মিনিটে সাদিও মানের বাড়ানো পাস থেকে দ্বিতীয় গোলটি করেন ইংলিশ ডিফেন্ডার নাথানিয়েল ফিলিপস। লিভারপুলের স্কোর লাইনে তৃতীয় গোলটি যোগ হয় ম্যাচের ৮৮ মিনিটে। অ্যান্ড্রু রবার্টসনের পাস থেকে বার্নলি কফিনে শেষ পেরকটি পুঁতে দেন অ্যালেক্স চেম্বারলেন।

গত রাতের গুরুত্বপূর্ণ জয়ের সাথে সাথেই লীগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে লিভারপুল। মজবুত করেছে চ্যাম্পিয়নস লীগের টিকিট পাওয়ার আশাও। ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ক্লপরা। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টমাস টুখেলের চেলসি এবং লিভারপুলের সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রেন্ডন রজার্সের লিসেস্টার সিটি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in