EPL: টানা তিন ম্যাচে গোল রোনাল্ডোর, ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ২-১-এ জয়ী ম্যান ইউ

ম্যান ইউর জার্সিতে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তুরিন ছেড়ে ম্যানচেস্টারে অভিষেক ম্যাচে নিউক্যাসেলের বিপক্ষে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোছবি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ম্যান ইউর জার্সিতে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তুরিন ছেড়ে ম্যানচেস্টারে অভিষেক ম্যাচে নিউক্যাসেলের বিপক্ষে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের রাউন্ড ওয়ানে ইয়ং বয়েজের বিপক্ষেও গোল আসে রোনাল্ডোর পা থেকে। রবিবার প্রিমিয়ার লীগের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধেও গোল করলেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগীজ। লন্ডনে এদিনের ম্যাচে ম্যান ইউ জিতলো ২-১ ব্যবধানে।

রবিবারের গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধের ৩০ মিনিটে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। জ্যারড বাওনের পাস থেকে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন আলজেরিয়ান তারকা সেইদ বেনরহমা। তবে এই লীড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। পিছিয়ে পড়ার পাঁচ মিনিট বাদেই সমতা ফিরে পায় রেড ডেভিলরা। সৌজন্যে দলের সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

প্রথমার্ধ ১-১ ব্যবধানে ড্রয়ের মাধ্যমে শেষ হওয়ার পর যাবতীয় নাটক শুরু হয় দ্বিতীয়ার্ধে। ম্যানচেস্টার ইউনাইটেড একের পর এক আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হচ্ছিলেন ব্রুনো ফার্নান্দেজ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পল পোগবারা। হয়তো ওয়েস্ট হ্যামের কাছে পয়েন্ট হারাতে চলেছে বলেও অনুমান করেছিলো রেড ডেভিল সমর্থকরা।

ম্যাচের বয়স যখন ৮৮ মিনিট, তখন ফ্রেডের পরিবর্ত হিসেবে ওলে গানার সোলশার মাঠে নামান নেমানজা মাতিককে। তার আগে ৭৩ মিনিটের মাথায় পল পোগবার পরিবর্ত হিসেবে মাঠে নামেন জেসে লিনগার্ড। মাতিক মাঠে নামার সাথে সাথেই বল পায়ে পান এবং পাস বাড়ান লিনগার্ডকে। আর লিনগার্ড কোনো ভুল করেননি। ৮৯ মিনিটে ২-১ ব্যবধানে সোলশারদের এগিয়ে দেন তিনি।

এগিয়ে থাকলেও একদম শেষ মুহূর্তে এসে আবার অস্বস্তিতে পড়তে হয় রোনাল্ডোদের। রেফারির শেষ বাঁশি বাজানোর ঠিক আগের মুহূর্তেই পেনাল্টি উপহার পেয়ে যায় ওয়েস্ট হ্যাম। অতিরিক্ত সময়ে পেনাল্টি নেওয়ার জন্য জ্যারড বাওনের পরিবর্তন হিসেবে নোবেল মার্ককে মাঠে নামান ওয়েস্ট হ্যাম কোচ। তবে মার্ক স্পট কিক নিতে গিয়ে ব্যর্থ হন। পেনাল্টি আটকে ম্যান ইউকে তিন পয়েন্ট এনে দেন ডেভিড ডি হিয়া।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in