EPL: ল্যামপার্ডের এভারটনকে হারিয়ে মার্সিসাইড ডার্বি জয় ক্লপের লিভারপুলের

গতরাতে অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিলো ক্লপের লিভারপুল এবং ল্যামপার্ডের এভারটন। লড়াই জমে উঠলেও ২-০ গোলে এভারটনকে হারিয়ে তিন পয়েন্ট গুছিয়ে নিয়েছেন অল রেডসরা।
গোলের পর ওরিগি
গোলের পর ওরিগিছবি লিভারপুল এফসি-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইপিএলের মার্সিসাইড ডার্বিতে খেলতে নামা একটি দল লড়াই করছে শিরোপা জয়ের জন্য। অন্য দলটির এমন দুরবস্থা হবে কল্পনাও করা যায়নি। যেখানে লিভারপুল শীর্ষে থাকা সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সেখানে ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের এভারটন লড়াই করছে অবনমন আটকানোর জন্য। গতরাতে অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিলো ক্লপের লিভারপুল এবং ল্যামপার্ডের এভারটন। লড়াই জমে উঠলেও ২-০ গোলে এভারটনকে হারিয়ে তিন পয়েন্ট গুছিয়ে নিয়েছেন অল রেডসরা।

অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে জেতাটা খুব একটা সহজ নয়। তার ওপর সম্প্রতি যে ছন্দে রয়েছে ক্লাবটি। তবুও মার্সিসাইড ডার্বির প্রথমার্ধে লিভারপুলকে গোল করার কোনো সুযোগই দেয়নি এভারটন। একপ্রকার ছন্নছাড়া ফুটবলই খেলেন রেডসরা। তবে এভারটন শেষ পর্যন্ত আটকে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধ শুরু হতেই নিজেদের চেনা রূপ নিয়ে খেলতে থাকেন ক্লপের স্টুডেন্টসরা।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে লিভারপুলের হয়ে প্রথম গোলের মুখ খোলেন অ্যান্ড্রু রবার্টসন। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পাঁচ মিনিট বাকি থাকতে লুইস দিয়াজের ক্রস থেকে লিভারপুলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ডিভক ওরিগি। এই দুই গোলের সুবাদে আরও একটি জয় তুলে নেয় অলরেডসরা। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লীগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। শীর্ষে থাকা সিটির পয়েন্ট ৩৩ ম্যাচে ৮০।

অন্যদিকে নূ ক্যাম্পে টানা তিন ম্যাচ হেরেছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোর কাছে ১-০ গোলে হেরে দ্বিতীয় স্থান নড়বড়ে হয়ে গেছে কাতালান ক্লাবটির। বার্সার বিপক্ষে ম্যাচের শুরুতেই, ৭ মিনিটের মাথায় ভায়েকানোর হয়ে জয়সূচক গোলটি করেন আলভারো গার্সিয়া।

এই ম্যাচ হারের ফলে ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। তবে তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্টও ৩৩ ম্যাচে ৬৩। চতুর্থ স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩৩ ম্যাচে ৬১। ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের দোরগোড়ায় রিয়াল মাদ্রিদ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in