EPL: লীডসকে ৪-২ গোলে হারিয়ে লীগে চতুর্থ স্থান ধরে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড

রালফ রায়নিকদের হয়ে এই ম্যাচে একটি করে গোল করেছেন হ্যারি ম্যাগুইয়ার, ব্রুনো ফার্নান্দেজ, ফ্রেড এবং অ্যান্থনি এলেঙ্গা।
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লীডস ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লীডস ইউনাইটেডছবি রোনাল্ডোর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

লীডস ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লীগে চতুর্থ স্থান ধরে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। লীডসের হোম গ্রাউন্ডে গতরাতে প্রথমার্ধে ম্যান ইউ ২-০ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফিরে পায় লীডস। তবে এরপর রেড ডেভিলরা আরও দুটি গোল করে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয়। রালফ রায়নিকদের হয়ে এই ম্যাচে একটি করে গোল করেছেন হ্যারি ম্যাগুইয়ার, ব্রুনো ফার্নান্দেজ, ফ্রেড এবং অ্যান্থনি এলেঙ্গা।

হ্যারি ম্যাগুইয়ার প্রিমিয়ার লীগে শেষ গোল করেছিলেন ২০২১ সালের জানুয়ারিতে শেফিল্ডের বিপক্ষে। রবিবার রাতে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও গোল পেলেন ইংলিশ তারকা। ম্যাচের ৩৪ মিনিটে কর্নার থেকে গোল করে রেড ডেভিলদের এগিয়ে দেন ম্যাগুইয়ার। প্রথমার্ধ শেষের আগের মুহূর্তে জ্যাডন স্যাঞ্চোর ক্রস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ম্যান ইউর পর্তুগীজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।

ঘরের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সমতা ফিরে পায় লীডস। ৫৩ মিনিটে রদ্রিগো এবং ৫৪ মিনিটে রাফিনহার গোলে দ্রুত খেলায় ফেরে মার্সেলো বিয়েলসার দল। তবে এরপর খেলার ছবি বদলে যায়। ৭০ মিনিটে স্যাঞ্চোর কাছ থেকে বল পেয়ে ম্যান ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। ৮৮ মিনিটে লীডসের জালে ম্যান ইউর হয়ে চতুর্থ গোলটি করেন ১৯ বর্ষীয় সুইডিশ ফরোয়ার্ড অ্যান্থনি এলেঙ্গা।

২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লীগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে ম্যান ইউনাইটেড। পঞ্চম স্থানে থাকা ওয়েস্টহ্যামের পয়েন্ট ২৬ ম্যাচে ৪২। ম্যান ইউ চতুর্থ স্থানে থাকলেও আর্সেনাল ও টটেনহ্যামের সামনে সুযোগ রয়েছে চতুর্থ স্থান দখল করার। শীর্ষ তিন স্থানে রয়েছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in