EPL: উলভারহ্যাম্পটনকে হারিয়ে ইপিএলে শীর্ষস্থান ধরে রাখলো ম্যাঞ্চেস্টার সিটি

স্কাই ব্লুজদের এই ম্যাচে কড়া টক্কর দিয়েছেন ব্রুনো লাগের উলভস। তবে হার আটকাতে পারেননি কনোর কোয়েডিরা। বার্নার্ডো সিলভার উপহার পাওয়া পেনাল্টি থেকে গোল করে সিটিজেনদের তিন পয়েন্ট এনে দেন রহিম স্টার্লিং।
উলভারহ্যাম্পটন বনাম ম্যাঞ্চেস্টার সিটি
উলভারহ্যাম্পটন বনাম ম্যাঞ্চেস্টার সিটি ছবি ম্যাঞ্চেস্টার সিটির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

এতিহাদে দশ জনের উলভারহ্যাম্পটনকে হারিয়ে ইপিএলে শীর্ষস্থান ধরে রাখলো গার্দিওলার ম্যানচেস্টার সিটি। স্কাই ব্লুজদের এই ম্যাচে কড়া টক্কর দিয়েছেন ব্রুনো লাগের উলভস। তবে হার আটকাতে পারেননি কনোর কোয়েডিরা। বার্নার্ডো সিলভার উপহার পাওয়া পেনাল্টি থেকে গোল করে সিটিজেনদের তিন পয়েন্ট এনে দেন রহিম স্টার্লিং।

এতিহাদে ম্যান সিটির সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন উলভসের গোলরক্ষক জোসে সা। স্টার্লিং, ক্যান্সেলো, রদ্রি, গুন্দোগানরা মিলে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেন জোসেকে। তবে উলভস গোলরক্ষককে বোকা বানাতে পারেননি গার্দিওলার ছাত্ররা। দুরন্ত কিছু সেভে ম্যাচে আলো ছড়িয়ে যান জোসে সা।

দুই পক্ষের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই। তবে প্রথম ৪৫ মিনিট শেষের আগের মুহূর্তে বড় ধাক্কা খায় উলভস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মেক্সিকান ফরোয়ার্ড রাউল জিমিনেজকে। দ্বিতীয়ার্ধে ১০ জনের উলভসও ম্যান সিটির কাছে কড়া প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। অবশেষে ম্যাচের ৬৬ মিনিটে স্বস্তি পান গার্দিওলা। পেনাল্টি উপহার পায় ম্যান সিটি।আর স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি রহিম স্টার্লিং। পেনাল্টি থেকে দলের হয়ে জয়সূচক গোলটি করে ইপিএলে নিজের শততম গোলটি পেয়ে যান স্টার্লিং।

অন্যদিকে জার্মান বুন্দেশলিগায় পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে জায়ান্ট বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ এরিনাতে প্রথমার্ধের ২২ মিনিটে করিম ওনিসিয়োর গোলে এগিয়ে যায় এফএসভি। প্রথমার্ধে এই লীড বজায় রাখেও তারা। তবে দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে কিংসলে কোম্যান বায়ার্নকে সমতা এনে দেন এবং ৭৪ মিনিটে জামিয়াল মুসিয়ালা গোল করে জার্মান জায়ান্টদের জয় এনে দেন। বুন্দেশলিগায় রাউন্ড ১৫ এর শেষে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বুরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ১৫ ম্যাচে ৩১।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in