EPL: রোনাল্ডোর রাজকীয় হ্যাটট্রিকে টটেনহ্যামকে হারালো ম্যান ইউনাইটেড

টটেনহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে ম্যান ইউ। নিজের ক্লাব কেরিয়ারে ৪৯ তম হ্যাটট্রিক পূর্ণ করলেন রোনাল্ডো। সেইসঙ্গে শেরিংহামের পর দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ফুটবলার হিসেবে প্রিমিয়ার লীগে হ্যাটট্রিক করলেন তিনি।
টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডো
টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডোছবি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ম্যানচেস্টার ডার্বিতে হারের পর শীর্ষ চারের লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়েছিলো ম্যান ইউনাইটেড। ওই ম্যাচে চোটের কারণে দলে ছিলেন না পর্তুগীজ সেনসেশন রোনাল্ডো। তবে ম্যাচ হারের পর প্রাক্তন ইউনাইটেড তারকারা চোটকে উড়িয়ে দিয়ে প্রশ্ন তুলেছিলেন রোনাল্ডোর কমিটম্যান্ট নিয়ে। সেইসব প্রশ্নের উত্তর দিতেই যেনো গতরাতে মাঠে নেমেছিলেন পর্তুগীজ কিংবদন্তী। রাজকীয় এক হ্যাটট্রিকে স্পার্সদের পরাজিত করে একা হাতেই দলকে এনে দিয়েছেন জয়।

টটেনহ্যাম হটস্পারকে গতরাতে ৩-২ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। নিজের ক্লাব কেরিয়ারে ৪৯ তম হ্যাটট্রিক পূর্ণ করলেন সিআর সেভেন। সেইসঙ্গে টেডি শেরিংহামের পর দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ফুটবলার হিসেবে প্রিমিয়ার লীগে হ্যাটট্রিক করলেন পর্তুগীজ যুবরাজ।

ওল্ড ট্রাফোর্ডের এই বড় ম্যাচে দুই পক্ষই শুরু থেকেই আক্রমণে নামে। তবে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় রেড ডেভিলরা। ফ্রেডের বাড়ানো বল থেকে দুরপাল্লার শটে হুগো লরিসকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুরুতে এগিয়ে গেলেও ম্যান ইউর ভুলেই সমতা পায় টটেনহ্যাম। ৩৪ মিনিটে বক্সের ডানপাশ থেকে কুলুসেভস্কির করা ক্রসে হাত লাগিয়ে বসেন অ্যালেক্স টেলেস। এরপর পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি হ্যারি কেন।

কেনের গোলে সমতা ফিরে পেলেও বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি স্পার্সরা। ৩৮ মিনিটের মাথায় দুরন্ত ট্যাপ ইনে ম্যাচে নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোলটি পেয়ে যান ক্রিশ্চিয়ানো। প্রথমার্ধের শেষে ২-১ লীডে এগিয়ে থাকে রেড ডেভিলরা।

তবে ম্যাচের ৭২ তম মিনিটে ফের ভুল করে বসে ম্যান ইউ। লেফট উইং থেকে করা রেগুইলনের ক্রসকে নিজের জালে জড়িয়ে বসেন ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়া। ম্যাগুইয়ারের আত্মঘাতী গোলে আবারও সমতা ফিরে পায় টটেনহ্যাম। কিন্তু গতরাতে যেনো জয়ের জন্যই মাঠে নেমেছিলেন রোনাল্ডো। সর্বোচ্চটা দিয়েই দলকে জয় এনে দিতে লড়াই চালিয়ে যান তিনি। ৮২ মিনিটে দুরন্ত এক হেডারে টটেনহ্যামের জালে বল জড়িয়ে ম্যান ইউর ত্রাতা হয়ে ওঠেন সিআর সেভেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in