EPL: শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো ম্যান সিটি

২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে রয়েছে ম্যান সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড, সিটির থেকে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পেছনে রয়েছে।
জয়ের পর উচ্ছ্বাস ম্যান সিটির খেলোয়াড়রা
জয়ের পর উচ্ছ্বাস ম্যান সিটির খেলোয়াড়রাছবি ম্যান সিটির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত

ম্যান সিটির জয়ের ধারা অব্যাহত।টানা ১২ ম্যাচ অপরাজিত থাকলো গার্দিওলার স্কাই ব্লুজরা। গতরাতে শেফিল্ড ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা। সেইসঙ্গে প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করেছে এডারসন, ফার্নান্দিনহো, ফিল ফোডেনরা।

এদিন প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় ম্যান সিটি। ৯ মিনিটেই ফেরান তোরেসের পাস থেকে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।

চলতি মরশুমে প্রথমটা পিছিয়ে থাকলেও দুরন্ত ভাবে প্রত্যাবর্তন করেছে গার্দিওলার বাহিনী। ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড, সিটির থেকে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পেছনে রয়েছে। রেড ডেভিলদের সংগ্রহ ২১ ম্যাচে ৪১ পয়েন্ট।গতরাতে অন্য ম্যাচে আর্সেনালের বিরুদ্ধে গোলশূন্য ড্র করায় পয়েন্ট পার্থক্য অনেকটাই বেড়েছে ওলে গানার সোলশারদের। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইপিএল লীগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লেস্টার সিটি এবং চতুর্থ স্থানে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের সংগ্রহ ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in