EPL: ব্রেন্টফোর্ডকে হারালো ম্যান সিটি, পিছিয়ে থেকেও টটেনহ্যামের বিরুদ্ধে জয় তুলে নিলো সাউদাম্পটন

ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে গোটা ম্যাচে দাপট দেখায় ম্যান সিটি। প্রথমার্ধের ৪০ মিনিটে রিয়াদ মাহরেজ পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কেভিন ডি ব্রুইন।
ম্যান সিটি বনাম ব্রেন্টফোর্ড
ম্যান সিটি বনাম ব্রেন্টফোর্ডছবি ম্যান সিটির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইপিএলে আরও একটি জয় তুলে নিলো ম্যানচেস্টার সিটি। মাহরেজ-ডি ব্রুইনার গোলে ব্রেন্টফোর্ডকে পর্যুদস্ত করলো গার্দিওলারা। সেই সঙ্গে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলকে ১২ পয়েন্টের লীড দিলো সিটিজেনরা। ইপিএলের অন্য ম্যাচে টটেনহ্যামকে তাদের ঘরেই হারালো সাউদাম্পটন। স্পার্সের বিরুদ্ধে দুই বার পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে ম্যাচ জিতলো সাউদাম্পটন।

এতিহাদে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে সম্পূর্ণ ম্যাচেই দাপট দেখায় ম্যান সিটি। প্রথমার্ধের ৪০ মিনিটে রিয়াদ মাহরেজ পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন সিটিজেনদের। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে টানা ১৪ ম্যাচ অপরাজিত রইলো ম্যান সিটি। ২৪ ম্যাচের শেষে গার্দিওলাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬০।

ইপিএলের অন্য এক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলো স্পার্সরা। ম্যাচ জিতে শীর্ষ চারের রাস্তা সহজ করতে বদ্ধপরিকর ছিলেন আন্তেনিয়ো কন্তেরা। জেন বেন্ডারেক আত্মঘাতী গোল করে ১৮ মিনিটেই সেই রাস্তাটা সহজ করে দিয়েছিলো হ্যারি কেনদের। তবে অল্প সময় পরেই আর্মান্ডো ব্রোজা গোল করে সাউদাম্পটনকে সমতা এনে দেন।

প্রথমার্ধে সমতা থাকার পর দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় টটেনহ্যাম। ৭০ মিনিটের মাথায় 'এশিয়ান রোনাল্ডো' হিউং-মিন সন গোল করেন। তবে এই লীডও বেশিক্ষণ ধরে রাখতে পারেননি কন্তেরা। ৭৯ মিনিটে এলেনৌসি এবং ৮২ মিনিটে চে অ্যাডমসের গোলে জয় তুলে নেয় সাউদাম্পটন।

ম্যান সিটি বনাম ব্রেন্টফোর্ড
ISL 2021-22: চেন্নাইয়ান এফসিকে গোল বন্যায় ভাসিয়ে জয় তুলে নিলো এফসি গোয়া

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in