ইপিএল: টানা চার ম্যাচ হারের পর জয়ে ফিরলো লিভারপুল

এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৪৩ পয়েন্ট য়ুর্গেন ক্লপদের। তারা রয়েছে লীগ টেবিলের ষষ্ঠ স্থানে। অন্যদিকে ২৬ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের একদম তলানিতে শেফিল্ড ইউনাইটেড।
ইপিএল: টানা চার ম্যাচ হারের পর জয়ে ফিরলো লিভারপুল
লিভারপুলের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইপিএলে টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা মিললো লিভারপুল শিবিরে। গতরাতে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অল রেডসদের হয়ে এদিন একটি গোল করেন কার্টিস জোনস এবং দ্বিতীয়টি আসে শেফিল্ডের কেন ব্রায়ানের আত্মঘাতী গোলের মাধ্যমে।

শেফিল্ড ইউনাইটেডের ঘরের মাঠ ব্রামল লেনে এদিন প্রথমার্ধ কাটে গোলশূন্য ভাবেই। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে লিভারপুলের স্কোর লাইনে প্রথম গোলটি যোগ হয়। ২০ বর্ষীয় ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোনস গোল করে এগিয়ে দেন দলকে। ৬৫ মিনিটে শেফিল্ড ইউনাইটেডের ইংলিশ ডিফেন্ডার কার্টিস জোনস নিজেদের জালে বল জড়ালে দ্বিতীয় গোলটি পেয়ে যায় ক্লপরা।

ঘরের মাঠে টানা চার ম্যাচ হেরে ব্যাক ফুটে চলে যায় লিভারপুল। গতরাতে শেফিল্ডের বিরুদ্ধে জয় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে তাদের। এদিন পুরো ম্যাচে নিয়ন্ত্রণ দেখায় সালহা, ফিরমিনো, সাদিও মানেরা। মোট ৬১ শতাংশ বল নিজেদের দখলে রাখে তারা।

এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৪৩ পয়েন্ট য়ুর্গেন ক্লপদের। তারা রয়েছে লীগ টেবিলের ষষ্ঠ স্থানে। অন্যদিকে ২৬ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের একদম তলানিতে শেফিল্ড ইউনাইটেড। ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে গার্দিওলার ম্যান সিটি। সমসংখ্যক ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান ইউনাইটেড।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in