EPL: ৯-০ গোলে জয়! রেকর্ড গড়ে চলতি মরশুমে জয়ের খাতা খুললো লিভারপুল

এএফসি বোর্নমাউথকে ৯-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লীগ ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ডে ভাগ বসালো অল রেডসরা। এই ম্যাচে ক্লপের দলের হয়ে জোড়া গোল করেছেন এবং তিনটি গোল করিয়েছেন রবার্টো ফিরমিনো।
৯-০ গোলে জয়ী লিভারপুল
৯-০ গোলে জয়ী লিভারপুলছবি সৌজন্যে লিভারপুল ট্যুইটার হ্যান্ডেল
Published on

রেকর্ড গড়ে চলতি মরশুমে জয়ের খাতা খুললো লিভারপুল। এএফসি বোর্নমাউথকে ৯-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লীগ ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ডে ভাগ বসালো অল রেডসরা। এই ম্যাচে ক্লপের দলের হয়ে জোড়া গোল করেছেন এবং তিনটি গোল করিয়েছেন রবার্টো ফিরমিনো। জোড়া গোল দেওয়ার পাশাপাশি লিভারপুলের জার্সি গায়ে এই ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ফিরমিনো। এছাড়াও দুটি গোল এসেছে লুইস দিয়াজের পা থেকে। একটি করে গোল করেছেন হার্ভে এলিয়ট, ট্রেন্ট-আলেক্সান্ডার আর্নল্ড, ভার্জিল ভ্যান ডাইক এবং ফাবিয়ো কার্ভালহো।

চলতি প্রিমিয়ার লীগের প্রথম দুই ম্যাচে ড্র এবং তৃতীয় ম্যাচে ম্যান ইউর কাছে হারের পর জয়ের লক্ষ্যে চতুর্থ ম্যাচে মাঠে নামেন মহম্মদ সালাহরা। আর শুরু থেকেই এদিন গোলের বন্যা শুরু করে লিভারপুল। প্রথমার্ধেই এগিয়ে যায় ৫-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে আসে আরও চারটি গোল। সবমিলিয়ে ৯-০ ব্যবধানে জয় তুলে নেয় য়ুর্গেন ক্লপরা।

বড় জয় নিয়ে প্রিমিয়ার লীগের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও এদিন ভাগ বসায় লিভারপুল। ১৯৯৫ সালে ইপসুইচ টাউনকে ৯-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৯ সালে ম্যান ইউর সেই রেকর্ড স্পর্শ করে লেস্টার সিটি। সাউদাম্পটনে ৯-০ গোলে হারায় লেস্টার। ২০২১ সালে সাউদাম্পটনের বিপক্ষে আবার ৯-০ গোলে জয় অর্জন করে ম্যান ইউনাইটেড। এবার এই রেকর্ডে ভাগ বসালো লিভারপুল।

লিভারপুলের জয়ের রাতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটিও। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েও আর্লিং হলান্ডের অনবদ্য হ্যাটট্রিকের সৌজন্যে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে স্কাই ব্লুজরা। রহিম স্টার্লিংয়ের জোড়া গোলে লেস্টার সিটিকে হারিয়ে জয় তুলে নিয়েছে টমাস টুখেলের চেলসি।

চলতি মরশুমটা স্বপ্নের মতো শুরু করেছে আর্সেনাল। প্রথম চার ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়ে শীর্ষে রয়েছেন মিকেল আর্তেটারা। গতরাতে মার্টিন ওডেগার্ড এবং গ্যাব্রিয়েল ম্যাগালহাসের গোলে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে জয় অর্জন করেছে গানার্সরা।

৯-০ গোলে জয়ী লিভারপুল
EPL: ছন্দে ফিরেছে ম্যান ইউ, লিভারপুলের পর এবার সাউদাম্পটনকে হারালো রেড ডেভিলরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in