EPL: লীডসকে হাফ ডজন গোল খাওয়ালো লিভারপুল, বার্নলির বিপক্ষে হার টটেনহ্যামের

বার্নলির বিপক্ষে হতাশ হতে হয়েছে টটেনহ্যাম হটস্পারকে। বার্নলির বিপক্ষে ১-০ গোলে হেরে শীর্ষ চারে পৌঁছানোর সহজ রাস্তা এখন অনেকটাই জটিল হয়ে দাঁড়িয়ে গিয়েছে স্পার্সদের।
লিভারপুল বনাম লীডস
লিভারপুল বনাম লীডসছবি লিভারপুল ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

প্রিমিয়ার লীগে লীডস ইউনাইটেডকে হাফ ডজন গোল খাইয়ে বড় জয় তুলে নিয়েছে লিভারপুল। একইদিনে বার্নলির বিপক্ষে হতাশ হতে হয়েছে টটেনহ্যাম হটস্পারকে। বার্নলির বিপক্ষে ১-০ গোলে হেরে শীর্ষ চারে পৌঁছানোর সহজ রাস্তা এখন অনেকটাই জটিল হয়ে দাঁড়িয়ে গিয়েছে স্পার্সদের।

ম্যাচের ৭২ মিনিটে টটেনহ্যামের জালে বল জড়িয়ে দেন বার্নলির বেন মি। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখেই তিন পয়েন্ট গুছিয়ে নেয় সেন ডায়েচরা। এই হার কিছুতেই মেনে নিতে পারছেন না টটেনহ্যাম ম্যানেজার আন্তেনিয়ো কন্তে। ম্যাচের পর কন্তে বলেছেন, "আমাকে ক্লাবের সাথে কথা বলতে হবে। টটেনহ্যামের আমাকে নিয়ে, ক্লাবকে নিয়ে ভাবতে হবে। এভাবে হেরে যাওয়া আমি মেনে নিতে পারিনা। আমি দুঃখিত। আমরা পরিস্থিতি বদলানোর জন্য সম্ভাব্য সমস্ত চেষ্টাই করেছি। কিন্তু তা যথেষ্ট হচ্ছে না।"

বর্তমানে ইপিএলের পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে স্পার্সরা। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯। টটেনহ্যাম এখনও পর্যন্ত ১২ টি ম্যাচ জিতেছে এবং ৩ টি ম্যাচ ড্র করেছে।

অন্যদিকে অ্যানফিল্ডে লীডস ইউনাইটেডকে গোল বন্যায় ভাসিয়ে জয় তুলে নিয়েছে লিভারপুল।অল রেডসদের হয়ে এই ম্যাচে দুটি করে গোল করেছেন মহম্মদ সালাহ এবং সাদিও মানে। একটি করে গোল করেছেন জোয়েল মাতিপ এবং ভার্জিল ভ্যান ডাইক। প্রথমার্ধে জোড়া পেনাল্টি পায় অলরেডসরা। ১৫ মিনিট এবং ৩৫ মিনিটে দুটো পেনাল্টি থেকেই গোল করেন সালাহ। দুই পেনাল্টির মাঝে ক্লপের দলের হয়ে ৩০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন জোয়েল মাতিপ।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৮০ ও ৯০ মিনিটের মাথায় সেনেগাল সেনসেশন সাদিও মানের জোড়া গোলে ব্যবধান ৫-০ গোলে পৌঁছায়। নির্ধারিত সময়ের পর যোগ করা ইনজুরি সময়ে লীডসের কফিনে শেষ পেরকটি পুঁতে দেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক।

লিভারপুল বনাম লীডস
UCL: ফেলিক্স-এলেঙ্গার গোলে ম্যান ইউ বনাম অ্যাটলেটিকোর ম্যাচ ড্র, বেনফিকা এবং অ্যাজাক্সের ম্যাচও ড্র

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in