EPL: লিসেস্টার সিটির বিরুদ্ধে ৪-২ গোলে হার রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির জয়ের রাতে হারের মুখ দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম লিসেস্টার সিটি
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম লিসেস্টার সিটি ছবি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির জয়ের রাতে হারের মুখ দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাজিলিয়ান তারকা রবার্টো ফিরমিনোর অনবদ্য হ্যাটট্রিকের সৌজন্যে ওয়াটফোর্ডকে তাদের ঘরের মাঠে ৫-০ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে লিভারপুল।

এতিহাদে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিও ২-০ গোলে জয় অর্জন করেছে বার্নলির বিরুদ্ধে। তবে রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার লিসেস্টার সিটির কাছে ৪-২ ব্যবধানে হেরে বড় ধাক্কা খেলো।

য়ুর্গেন ক্লপের লিভারপুল আজ প্রতিপক্ষ ওয়াটফোর্ডকে পাত্তাই দেয়নি। প্রথমার্ধের ৩৭ মিনিটে, দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে এবং শেষে যোগ করা ইনজুরি সময়ে ৯১ মিনিটের মাথায় গোল করে অল রেডসদের হয়ে হ্যাটট্রিক পূর্ণ করলেন ব্রাজিলিয়ান তারকা রবার্টো ফিরমিনো। এছাড়া ম্যাচের শুরুতেই ৮ মিনিটের মাথায় সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৫৪ মিনিটে ফিরমিনোর পাস থেকে একটি গোল করেন ক্লপের প্রধান অস্ত্র মহম্মদ সালহা।

অন্য এক ম্যাচে নিজেদের ঘরের মাঠ এতিহাদে বার্নলিকে ২-০ গোলে হারিয়েছে স্কাই ব্লুজরা। ম্যান সিটিকে এই ম্যাচে প্রথমার্ধের ১২ মিনিটেই এগিয়ে দেন ২৭ বর্ষীয় পর্তুগীজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভা। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে বার্নলির জালে দ্বিতীয় গোলটি জড়ান স্বয়ং অধিনায়ক কেভিন ডি ব্রুইন।

লিভারপুল ও ম্যানচেস্টার সিটি জয়ের মুখ দেখলেও লিসেস্টারের ঘরের মাঠ থেকে হার নিয়েই ফিরতে হচ্ছে ওলে গানার সোলশারের দলকে। রেড ডেভিলরা এগিয়ে থেকে শুরু করলেও দ্বিতীয়ার্ধে ছন্দ খুঁজে পাননি।

১৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো পাস থেকে গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন ম্যাসন গ্রিনউড। তবে প্রথমার্ধের ৩১ মিনিটে উরো টাইলেমানস লিসেস্টারকে সমতা এনে দেন। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে সোয়োনকুর গোলে লীড বাড়ায় লিসেস্টার। ৮২ মিনিটে মার্কাস র‍্যাশফোরড গোল করে আবার ম্যান ইউকে সমতা ফিরিয়ে দেন। তবে এর পরেই জিমি ভার্ডি এবং পাটসন ডাকার গোলে বড় জয় তুলে নেয় লিসেস্টার সিটি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in