EPL: প্রিমিয়ার লীগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে আসছেন জ্যাডন স্যাঞ্চো

২১ বর্ষীয় ইংলিশ ফরোয়ার্ড ৭৩ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফীর বিনিময়ে ওল্ড ট্র্যাফোর্ডে আসছেন। তারকা উইঙ্গার সাথে পাঁচ বছরের বড় চুক্তি স্বাক্ষর করতে চলেছে রেড ডেভিলরা।
জ্যাডন স্যাঞ্চো
জ্যাডন স্যাঞ্চোছবি জ্যাডন স্যাঞ্চো-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বুরুশিয়া ডর্টমুন্ডকে বিদায় জানিয়ে প্রিমিয়ার লীগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে আসছেন জ্যাডন স্যাঞ্চো। ২১ বর্ষীয় ইংলিশ ফরোয়ার্ড ৭৩ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফীর বিনিময়ে ওল্ড ট্র্যাফোর্ডে আসছেন। তারকা উইঙ্গার সাথে পাঁচ বছরের বড় চুক্তি স্বাক্ষর করতে চলেছে রেড ডেভিলরা।

এছাড়াও থাকবে অতিরিক্ত ১২ মাস দলে থাকার সুবিধাও। বর্তমানে ইউরোতে গ্যারেথ সাউথগেটের স্কোয়াডে খেলছেন স্যাঞ্চো। ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ শেষের পর একটি মেডিক্যাল পরীক্ষা করা হবে তাঁর। তারপরেই অফিসিয়ালি ম্যান ইউর ফুটবলার হিসেবে ঘোষিত হবেন স্যাঞ্চো।

গত বছর ট্রান্সফার মরশুমে ম্যান ইউর প্রথম টার্গেট ছিলো জ্যাডন স্যাঞ্চো। জানা গিয়েছে, প্রিমিয়ার লীগের এই দলটি ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত অফার করেছিলো বুরুশিয়াকে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে আসন্ন মরশুমের জন্য ওলে গানার সোলশার পেয়ে গেলেন স্যাঞ্চোকে। এটিই রেড ডেভিলদের মরশুমের প্রথম চুক্তি।

২০১৭ সালে ম্যাঞ্চেস্টার সিটি থেকে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডে পাড়ি জমান স্যাঞ্চো। বুন্দেশলিগার দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ১৩৭ টি ম্যাচ খেলেছেন স্যাঞ্চো। যেখানে গোল করেছেন ৫০ টি এবং অ্যাসিস্ট করেছেন ৬৭ টি। অর্থাৎ সরাসরি ১১৭ টি গোলে অবদান রেখেছেন। শেষ মরশুমে বুরুশিয়ার হয়ে ৩৮ টি ম্যাচ খেলেছেন স্যাঞ্চো। গোল করেছেন ১৬ টি এবং অ্যাসিস্ট করেছেন ২০ টি।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in