EPL: হাভার্টেজের জোড়া গোল, বার্নলিকে পর্যুদস্ত করে জয় তুলে নিলো টুখেলের চেলসি

বার্নলিকে পর্যুদস্ত করে ইংলিশ প্রিমিয়ার লীগে জয়ের ধারা বজায় রাখলো চেলসি। বার্নলির ঘরের মাঠ টার্ফ মুরে বার্নলিকে শাসন করে ৪-০ গোলে জয় অর্জন করে টমাস টুখেলের ব্লুজরা।
কাই হাভার্টেজ
কাই হাভার্টেজছবিচেলসির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

বার্নলিকে পর্যুদস্ত করে ইংলিশ প্রিমিয়ার লীগে জয়ের ধারা বজায় রাখলো চেলসি। বার্নলির ঘরের মাঠ টার্ফ মুরে বার্নলিকে শাসন করে ৪-০ গোলে জয় অর্জন করে টমাস টুখেলের ব্লুজরা। চেলসির হয়ে জোড়া গোল করেছেন কাই হাভার্টেজ এবং একটি করে গোল করেছেন রেসে জেমস এবং ক্রিশ্চিয়ান পুলিসিক।

শনিবার চেলসি তাদের চারটি গোলই করে ম্যাচের দ্বিতীয়ার্ধে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটের এক ঝড়ে বার্নলিকে ৩-০ গোলে পেছনে ফেলে ব্লুজরা। ৪৭ মিনিটের মাথায় ট্রেভো চালোবাহর পাস থেকে চেলসির হয়ে প্রথম গোলটি করেন রেসে জেমস।

জেমসের গোলে এগিয়ে যাওয়ার পাঁচ মিনিট বাদেই চেলসিকে ২-০ গোলে এগিয়ে দেন কাই হাভার্টেজ। এই গোলের তিন মিনিট বাদে রেসে জেমসের বাড়ানো বল থেকে ম্যাচে নিজের দ্বিতীয় এবং চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন হাভার্টেজ। ৬৯ মিনিটের মাথায় বার্নলিকে শেষ গোলটি হজম করান ক্রিশ্চিয়ান পুলিসিক।

তিন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানেই থাকলো চেলসি। ২৬ ম্যাচের শেষে ব্লুজদের পয়েন্ট ৫৩। চতুর্থ স্থানে থাকা ম্যান ইউর সংগ্রহ ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্টের সাথে শীর্ষস্থান দখল রেখেছে গার্দিওলার চেলসি। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ক্লপের লিভারপুল।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in