EPL: বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন

থিয়েরি অঁরি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর টানা দুবার এই সম্মান জিতলেন ম্যান সিটি অধিনায়ক ডি ব্রুইন। স্কাই ব্লুজদের শিরোপা জয়ের লড়াইয়ে অন্যতম প্রধান কান্ডারি এই বেলজিয়ান মিডফিল্ডার।
কেভিন ডি ব্রুইন
কেভিন ডি ব্রুইনম্যাঞ্চেস্টার সিটি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইংলিশ প্রিমিয়ার লীগে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বিচারে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন। থিয়েরি অঁরি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর টানা দুবার এই সম্মান জিতলেন ম্যান সিটি অধিনায়ক ডি ব্রুইন। স্কাই ব্লুজদের শিরোপা জয়ের লড়াইয়ে অন্যতম প্রধান কান্ডারি এই বেলজিয়ান মিডফিল্ডার। তাই ইপিএলের খেলোয়াড়রা বর্ষসেরা হিসেবে বেছে নিয়েছেন তাঁকেই।

বর্ষসেরার দৌড়ে ডিব্রুইনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন তাঁরই সতীর্থ ফিল ফোডেন, রুবেন দিয়াজ, ইলকে গুন্দোয়ান, টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেন, ম্যান ইউর ব্রুনো ফার্নান্দেজ। তবে সকলকে পেছনে ফেলেছেন ডি ব্রুইন। এই মরশুমে সব মিলিয়ে মোট ৪০ টি ম্যাচে ১০ টি গোল এবং ১৮ টি অ্যাসিস্ট করেছেন তিনি। দলের লীগ জয়ে রেখেছেন দারুণ অবদান। তাই টানা দ্বিতীয়বার পিএফএ'র ভোটে জয় পেলেন এই বেলজিয়ান তারকা। এছাড়া, বর্ষসেরা তরুণ ফুটবলারের তকমা পেলেন ম্যান সিটির ফিল ফোডেন।

উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যান সিটি অধিনায়ক কেভিন ডি ব্রুইন। সিটিজেনদের শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থাকে। অন্যদিকে চোটের কারণে বড় ধাক্কা খায় বেলজিয়ামও। তবে এবার স্বস্তি ফিরে এসেছে বেলজিয়াম শিবিরে। সফল অস্ত্রোপচারের পর ইউরোর জন্য বেলজিয়াম দলে যোগ দিচ্ছেন দলের অন্যতম প্রধান অস্ত্র কেভিন ডি ব্রুইন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in