English FA Cup: ওয়েম্বলিতে ইতিহাস, চেলসিকে হারিয়ে প্রথম কাপ ঘরে তুললো লিসেস্টার সিটি

ওয়েম্বলিতে ইতিহাস রচনা করলো লিসেস্টার সিটি। টুখেলের চেলসি ব্যর্থ হলো ফাইনালে এসে। ১-০ গোলে প্রথমবারের জন্য এফএ কাপ ঘরে তুললো ব্রেন্ডন রজার্সের লিসেস্টার।
English FA Cup: ওয়েম্বলিতে ইতিহাস, চেলসিকে হারিয়ে প্রথম কাপ ঘরে তুললো লিসেস্টার সিটি
লিসেস্টার সিটির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ওয়েম্বলিতে ইতিহাস রচনা করলো লিসেস্টার সিটি। চেলসিকে হারিয়ে প্রথম বারের মতো ইংলিশ এফএ কাপ ঘরে তুললো তারা। গতবারেও ফাইনালে উঠেছিলো চেলসি। কিন্তু সেবার মিকেল আর্তেটার আর্সেনালের কাছে হারতে হয় ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের ব্লুজদের। এবারেও ফাইনালের টিকিট পায় ব্লুজরা। তবে টুখেলের চেলসিও ব্যর্থ হলো ফাইনালে এসে। ১-০ গোলে প্রথমবারের জন্য এফএ কাপ ঘরে তুললো ব্রেন্ডন রজার্সের লিসেস্টার।

ফাইনালে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে গোলের দেখা পায় লিসেস্টার। লুক থমাসের বাড়ানো পাস থেকে জয়সূচক গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার ইওরি টাইলেম্যানস। এই একটিমাত্র গোলেই শেষ পর্যন্ত লীড ধরে রাখে ব্রেন্ডন রজার্সরা। নির্ধারিত সময়ের একদম শেষে চেলসির হয়ে বেন চিলওয়েল গোল করলেও ভিএআরের সহযোগিতায় সেই গোল বাতিল করা হয়। ফলস্বরূপ হার নিয়েই মাঠ ছাড়তে হয় টমাস টুখেলদের।

শেষবার ২০১৭-১৮ মরশুমে এফএ কাপ ঘরে তুলেছিলো চেলসি। প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছিলো তারা।

দ্য ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত এই কাপ বিশ্বের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট। ১৮৭১-৭২ সালে প্রথম শুরু হয় এই ঐতিহ্যবাহী কাপ। নক আউট পর্বের এই টুর্নামেন্টে ইংলিশ ফুটবল প্রতিযোগিতার সবকটি ক্লাব অংশগ্রহণ করে। শীর্ষ লীগের দলগুলোকে কেবল ৬ রাউন্ড খেলতে হয়। এবার এই টুর্নামেন্টের ১৪০ তম আসরে অংশ নিয়েছিলো মোট ৭৩৬ টি দল।

লিসেস্টার সিটি এবং চেলসি প্রিমিয়ার লীগে শেষ চারে থেকে মরশুম শেষ করার জন্য বেশ লড়াই চালিয়ে যাচ্ছে। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লিসেস্টার। সমসংখ্যক ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। লিসেস্টার এবং চেলসি দুই দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাঁচ নম্বরে থাকা লিভারপুল।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in