
গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন তারকা অ্যান্ড্রু ফ্লিনটফ। বিবিসি-র ‘টপ গিয়ার’ অনুষ্ঠানের শুটিং চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। এয়ারলিফট করে দ্রুত স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
মঙ্গলবার দক্ষিণ লন্ডনের ডান্সফোল্ড পার্ক এরোড্রমে দুর্ঘটনাটি ঘটে। বিবিসি সূত্রে খবর, ওইদিন সকালে টপ গিয়ারের টেস্ট ট্র্যাকে গাড়ি চালাচ্ছিলেন ক্রিকেট জগতের ফ্রেডি (অ্যান্ড্রু ফ্লিনটফ)। সেখানেই আঘাত পান ভারতকে হারিয়ে জার্সি খুলে ওড়ানোর জন্য বিখ্যাত ক্রিকেটার অ্যান্ড্রু। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
বিবিসি সূত্রে আরও জানা যাচ্ছে, ২০১৯ সালে ‘টপ গিয়ার’-র হোস্ট হিসেবে যোগদান করেন ফ্লিনটফ। এটাই তাঁর প্রথম দুর্ঘটনা নয়। এর আগে ২০১৯ সালেও গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। ওই বছরই সেপ্টেম্বর মাসে ইয়র্কশায়ারে ড্র্যাগ রেসের সময় আহত হন ফ্লিনটফ। উল্লেখ্য, ২০০৬ সালে টপ গিয়ারের প্রাক্তন উপস্থাপক রিচার্ড হ্যামন্ড গাড়ি দুর্ঘটনার কারণে কোমায় চলে যান।
১৯৯৮ সালে ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলে অভিষেক হয় ফ্লিনটফের। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। একে একে নিজের দক্ষতায় সকলের নজর কেড়েছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে ৭৯টি টেস্ট ও ১৪১টি ওডিআই খেলেছেন। টেস্টে রান করেছেন ৩,৮৪৫, উইকেট নেন ২২৬টি। ওডিআই-তে রান করেছেন ৩৩৯৪ এবং ১৬৮টি উইকেট নেন। টেস্ট জীবনে তাঁর সেরা বোলিং ৫৮ রানের বিনিময়ে ৫ উইকেট। ওডিআইতে সেরা বোলিং ১৯ রানের বিনিময়ে ৫ উইকেট। ২০১০ সালে তিনি অবসর নেন। পুরো ক্রিকেট বিশ্বই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন