কপিল দেব থেকে সৌরভ গাঙ্গুলি, বৌবাজারের পুজোয় এক চিলতে ইডেন গার্ডেন্স!

People's Reporter: কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের ৫০ বছরে পা রাখা উমেশ স্মৃতি সংঘের দুর্গাপুজোর থিম ইডেন ও বিশ্বকাপ ক্রিকেট।
ইডেনের আদলে পুজো মণ্ডপ
ইডেনের আদলে পুজো মণ্ডপছবি - সংগৃহীত

দুর্গাপুজোর থিমে এবার এক চিলতে ইডেন গার্ডেন্স। প্রাক্তন সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে'র উদ্যোগে বৌবাজারে শশীভূষণ স্ট্রিটের সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইডেন। ইডেনের সামনে যেমনটা আছে এই পুজো মন্ডপেও অবিকল তেমন করা হয়েছে।

কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের ৫০ বছরে পা রাখা উমেশ স্মৃতি সংঘের দুর্গাপুজোর থিম ইডেন ও বিশ্বকাপ ক্রিকেট। ইডেনে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই অবিস্মরণীয় ইনিংস, সৌরভ গাঙ্গুলির ইডেনের মাঠে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের মুহূর্ত, এমএস ধোনির ভারতের ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয় সহ ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে জয়ী দলের অধিনায়ক স্টিভ ওয়ার হাতে তুলে দিচ্ছেন আইসিসির তৎকালীন সভাপতি জগমোহন ডালমিয়া। মন্ডপের সামনে, অস্থায়ী মঞ্চের পাসে এলইডিতে চলছে লাইভ বিশ্বকাপের ম‍্যাচ। ক্রীড়াপ্রেমীরা ঠাকুর দেখার পাশাপাশি বিশ্বকাপের ম‍্যাচও লাইভ দেখার সুযোগ পাবেন।

এই পুজো উদ্বোধনে ছিলেন প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী, অভিষেক ডালমিয়া, সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, কোষাধ‍্যক্ষ‍ প্রবীর চক্রবর্তী এবং যুগ্ম সচিব দেবব্রত দাস।

বিশ্বরূপ জানান, "বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। ইডেনে এত গুলো ম‍্যাচ। এই পরিস্থিতে পুজোর থিমে ইডেন ও বিশ্বকাপ ক্রিকেট ছাড়া ভাবতেই পারিনি। আয়োজনে কোনো খামতি নেই। আমাদের প্রয়াসে সিএবির কর্তারা এসেছেন এটা দেখে খুবই ভালো লাগছে। ক্রিকেটাররা সাক্ষী থাকলেন। তাঁদের প্রত‍্যেককে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন‍্যবাদ জানাই"।

ইডেনের আদলে পুজো মণ্ডপ
Cricket World Cup 2023: অধিনায়কত্ব ছাড়া উচিত - ভারতের বিরুদ্ধে হেরে প্রাক্তন পাক তারকার নিশানায় বাবর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in