আগামী অক্টোবর মাসে ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হবে ভারতে। তার আগে ঢেলে সাজছে ক্রিকেটের নন্দনকানন। ইতিমধ্যেই ক্লাব হাউসের অধিকাংশ অংশ ভেঙে কাজ শুরু করে দেওয়া হয়েছে। ঝাঁ চকচকে ফাইভ স্টার হোটেলের মতো ইডেনের ক্লাব হাউস তৈরী করতে চান সিএবি কর্তারা।
ইতিমধ্যেই লোয়ার টিওয়ারে বাকেট চেয়ার বসেছে। এবারে আপার টিয়ারেরও সব বাকেট চেয়ার বদলে অত্যাধুনিক হাতলওয়ালা চেয়ার বসানো হবে। ক্লাব হাউসের একতলা, দোতলা ও তিনতলা আরও আকর্ষণীয় করা হচ্ছে।
ইডেনের ই, এফ, জি, এইচ এবং আই ব্লকের কাজ শুরু হচ্ছে। শুরু হবে শেডের কাজ। বি, সি, কে এবং এল ব্লকে যেরকম শেড আছে, সেরকম টার্নস্টাইল সব জায়গায় করা হবে, তবে তা আরও উন্নতভাবে।
সেপ্টেম্বর মাসের আগে কাজ শেষ করার লক্ষ্য সিএবির। এবার বিশ্বকাপে ইডেন গার্ডেন্স সম্ভবত পেতে পারে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচ। এছাড়া বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচও পেতে পারে।
আজ সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বিশ্বকাপ নিয়ে বোর্ডের বৈঠকে থাকতে পারেন। সেখানে তিনি ভারত পাকিস্তান ম্যাচ পাওয়ার দাবি জানাবেন। কিন্তু সেটা সম্ভবত পাবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সিএবি কর্তাদের দাবি থাকবে একটা সেমিফাইনাল দেওয়ার। কিন্তু সূত্রের খবর, একটা সেমিফাইনাল মুম্বই আর একটা সম্ভবত পেতে পারে চেন্নাই অথবা ব্যাঙ্গালোর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন