

পরপর তিন মরসুমে ব্যর্থ ইস্টবেঙ্গল। সমর্থকরা ক্ষুব্ধ। এতদিন বলা হয়েছিল ইনভেস্টর ঠিক হয়নি। দল দেরিতে তৈরী হয়েছে। কিন্তু এবার আর এই অভিযোগে চিড়ে ভিজবে না। সেই কারণে এবার গোটা দলকে ঢেলে সাজাচ্ছে লাল-হলুদ শিবির। বিনিয়োগকারী সংস্থার সঙ্গে বৈঠকের পর একাধিক খেলোয়াড় কেনার জন্য ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল।
ইতিমধ্যেই স্প্যানিশ কোচ সার্জিও লোবেরাকে চূড়ান্ত করা হয়ে গেছে নতুন কোচ হিসেবে। শুধুমাত্র কোচ ঠিক করেই হাত গুটিয়ে বসে নেই ইমামি ম্যানেজমেন্ট। নতুন কোচ আসার আগে নতুন মরসুমের দল অনেকটাই গুছিয়ে নিতে চাইছে ক্লাব। লোবেরা আসার কথা প্রায় নিশ্চিত হওয়ার পর থেকেই তাঁর পুরোনো ছাত্রদের দলে টানতে মরিয়া ইস্টবেঙ্গল।
আগামী মরসুমে যাতে পছন্দ মতো দল নামাতে পারেন এই স্প্যানিশ কোচ, এখন সেদিকেই নজর কর্তাদের। ওড়িশা এফসির গোলরক্ষক অমরিন্দর সিং'কে দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। চলতি মরসুমে তাঁকে ওড়িশা এফসির জার্সিতে দেখা গেলেও একটা সময় সার্জিও লোবেরার তত্ত্বাবধানে মুম্বাই সিটি এফসিতে খেলেছেন তিনি।
গোলরক্ষক হিসেবে লোবেরার অন্যতম পছন্দ ২৯ বছরের এই ভারতীয়। তাই আগামী মরসুমে অমরিন্দরকে দলে আনতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। গত মরসুমে প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান ছেড়ে দেয় অমরিন্দরকে। তারপর তিনি গোয়া যান। এবার যদি তিনি লাল হলুদ জার্সি গায়ে চাপান তাহলে নতুন মরসুমে ইস্টবেঙ্গলের গোলকিপার সমস্যা অনেকটা মিটবে সেটা বলাই যায়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন