'গোল্ডেন গ্লাভস' জয়ী এই গোলরক্ষককে নিতে চলেছে ইস্টবেঙ্গল!

২০২৪ পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তিবদ্ধ প্রভসুখন গিল। যুব বিশ্বকাপের জন্য জাতীয় দলের ট্রায়ালে অংশ নিয়েছিলেন তিনি। যুব বিশ্বকাপের পরেই ইন্ডিয়ান অ্যারোজে সই করেন প্রভসুখন গিল।
প্রভসুখন গিল
প্রভসুখন গিল

আগামী মরসুমের জন্য নিজেদের দল শক্তিশালী করছে ইস্টবেঙ্গল। অনেক তারকা ফুটবলারকে দলে নিয়েছে লাল হলুদ ব্রিগেড। এবার কেরালা ব্লাস্টার্সের আইএসএলের গোল্ডেন গ্লাভস জয়ী প্রভসুখন গিলকে নিতে চলেছে ক্লাব।

২০২৪ পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তিবদ্ধ গিল। তরুণ গোলরক্ষককে পেতে কেরালাকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতেও রাজি ইস্টবেঙ্গল। মূলত ফেডারেশনের এলিট অ্যাকাডেমির প্রোডাক্ট গিল। যুব বিশ্বকাপের জন্য জাতীয় দলের ট্রায়ালে অংশ নিয়েছিলেন তিনি। যুব বিশ্বকাপের পরেই ইন্ডিয়ান অ্যারোজে সই করেন প্রভসুখন গিল।

যদিও ধীরজ সিং থাকায় সেভাবে সুযোগ পাননি। ইতিমধ্যে নন্দকুমার, নিশু কুমার, এডউইন ভান্সপল এবং হরমনজোৎ সিং খাবরাকে নিয়েছে শতবর্ষ প্রাচীন ক্লাব। এবার এই গোলরক্ষককে টার্গেট করলো তারা।

ইস্টবেঙ্গল গত আইএসএলে নক আউট পর্বে ওঠেনি। ২২ গোল নিয়েই শেষ করে মরসুম। তবে হজম করে ৩৮ গোল। ইস্টবেঙ্গলের অনেক সমস্যা ছিল গত মরসুমে। ইস্টবেঙ্গল যেমন কম গোল করেছে, সবচেয়ে কম সুযোগও তৈরি করেছে তারা। উল্লেখযোগ্য বিষয় হলো ক্লেটন যেখানে ২০টি সুযোগ পেয়ে ১২টি গোল পেয়েছেন, মহেশ সেখানে ২৭টি গোলের সুযোগ তৈরি করে গোল পেয়েছেন মাত্র দুটি।

এই তথ্য মাথায় রেখেই আগামী মরসুমের জন্য দল গড়তে হবে লাল-হলুদ শিবিরকে। ফুটবলে সাফল্য পাওয়া অনেক সহজ হয় নিয়মিত গোল পেলে। তাই গোলের খরা কাটাতে গেলে ইস্টবেঙ্গলকে আনতে হবে ভালো স্ট্রাইকার। এই ব্যাপারে তারা কতটা সফল হতে পারবে, তা জানতে অবশ্য খুব বেশি সময় লাগবে না।

প্রভসুখন গিল
Prabir Das: বেঙ্গালুরু থেকে কেরালায় যাওয়ার কারণ জানালেন প্রবীর দাস

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in