East Bengal: ডুরান্ড থেকে ছিটকে গেলেও এএফসি'কে পাখির চোখ ইস্টবেঙ্গলের, একনজরে গ্রুপ

People's Reporter: গ্রুপ পর্বে ৫টি গ্রুপের খেলা হবে। ২৬ অক্টোবর থেকে শুরু করে ২ নভেম্বর। গ্রুপ পর্ব থেকে ৮টি দল পরের রাউন্ডে যাবে।
ইষ্টবেঙ্গল ক্লাব
ইষ্টবেঙ্গল ক্লাব ছবি - ইষ্টবেঙ্গল ক্লাবের সৌজন্যে
Published on

আই লিগের দল শিলং লাজংয়ে কাছে ২-১ গোলে হেরে এবারের ডুরান্ড কাপ থেকে ছিটকে গেছে ইস্টবেঙ্গল। বুধবার শিলং শহরে কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়ে লাল-হলুদ শিবির। দ্বিতীয়ার্ধে নন্দকুমারের গোলে সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি কুয়াদ্রাত বাহিনীর। শেষ পযর্ন্ত ১-২ গোলে ছিটকে যায় লাল-হলুদ।

এবারে ইস্টবেঙ্গলের নতুন পরীক্ষা। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র হল। ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ-এ-তে। তাদের প্রতিপক্ষ লেবাননের ক্লাব নেজমেহ এসসি, বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস ও ভুটানের ক্লাব পারো এফসি।

গ্রুপ পর্বে ৫টি গ্রুপের খেলা হবে। ২৬ অক্টোবর থেকে শুরু করে ২ নভেম্বর। গ্রুপ পর্ব থেকে ৮টি দল পরের রাউন্ডে যাবে। সেখানে থাকবে ওয়েস্ট জোনের তিন গ্রুপের জয়ীরা এবং রানার্সরা। ইস্ট জোনের দুটো দলের শীর্ষে থাকবে যে ২টো টিম তারা যাবে পরের রাউন্ডে।

২০২৫ সালের ৫-১৩ মার্চ অবধি হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল ৯-১৭ এপ্রিল পর্যন্ত। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১০ মে। শেষবার ২০১৩ সালে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টের সেমিফাইনালে যায় ট্রেভর জেমস মরগ্যানের কোচিংয়ে। সেটাই সবথেকে বড় সাফল্য লাল হলুদের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে হারার পরে এই টুর্নামেন্টকে পাখির চোখ করছে টিম কুয়াদ্রাত।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in