East Bengal: অবশেষে নতুন ইনভেস্টর পেলো ইস্টবেঙ্গল, ইমামির হাত ধরে আইএসএলে লাল-হলুদ

বুধবার নবান্নে ইস্টবেঙ্গল কর্তা ও ইমামি গ্রুপের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ইমামি গ্রুপের সঙ্গে ইস্টবেঙ্গলের গাঁটছড়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইষ্টবেঙ্গল ক্লাব
ইষ্টবেঙ্গল ক্লাব ছবি ইষ্টবেঙ্গল ক্লাবের সৌজন্যে
Published on

শ্রী সিমেন্টের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পর ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে তৈরি হয়েছিলো ঘোর সংশয়। একাধিক বিনিয়োগকারী সংস্থার সাথে কথা বলেও লাভ হচ্ছিলো না। অবশেষে সেই সমস্যার সমাধান হলো। কলকাতার ঐতিহ্যবাহী লাল-হলুদরা পেলো নতুন ইনভেস্টর।

ইস্টবেঙ্গলের নতুন লগ্নিকারী হিসেবে আসছেন ইমামি গ্রুপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় ইমামি'কে পাশে পেলো ইস্টবেঙ্গল। বুধবার নবান্নে ইস্টবেঙ্গল কর্তা ও ইমামি গ্রুপের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ইমামি গ্রুপের সঙ্গে ইস্টবেঙ্গলের গাঁটছড়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নিজেই।

বুধবার লাল-হলুদদের কর্তা দেবব্রত সরকার এবং ইমামি গোষ্ঠীর ডিরেক্টর আদিত্য আগরওয়ালের সাথে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, "আজ আপনারা সবাই ক্রিকেট নিয়ে ব্যস্ত আছেন।‌ কিন্তু বাংলার মানুষ শুধু ক্রিকেট নয়, ফুটবলও খুব ভালোবাসে। ইষ্টবেঙ্গল-মোহনবাগান ও মহামেডান সবাই আছে। ইস্টবেঙ্গল ক্লাব ও ইমামি গ্রুপ দু'পক্ষ‌ই রাজি হয়েছে। আইএস‌এল খেলা নিয়ে যে সমস্যা হচ্ছিল সেটা সলভ্ হয়ে গেলো।"

ইমামি গ্রুপকে ক্লাবে স্বাগত জানিয়ে দেবব্রত সরকার বলেছেন, "মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না। শুধু ইনভেস্টর নয়, যেভাবে ক্লাবের সব কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত থাকেন, সেটা বাংলার আর কোনও মুখ্যমন্ত্রী ভাবেনি। আমি ইমামি গ্রুপকেও ধন্যবাদ জানাবো। এবং আশা করবো আগামী দিনে আমাদের ক্লাব ইমামির সাহায্যে সাফল্য পাবে।"

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in