East Bengal: কুয়াদ্রাতের সহকারি হলেন বিনো জর্জ

গত মরসুমে বিনোর কোচিংয়ে ভালোই পারফরম্যান্স করে ইস্টবেঙ্গলের জুনিয়র দল।
বিনো জর্জ
বিনো জর্জগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

গত মরসুমে স্টিফেন কনস্ট্যানটাইনের সহকারি হিসাবে ইস্টবেঙ্গলে আসেন সন্তোষ ট্রফি জয়ী কোচ বিনো জর্জ। কিন্তু মরসুমের মাঝপথেই বিনোকে পাঠিয়ে দেওয়া হয় জুনিয়র দলের দায়িত্বে। এছাড়া কলকাতা লিগেও ইস্টবেঙ্গলের তিনি কোচিং করান। তবে আসন্ন মরসুমে কার্লোস কুয়াদ্রাতের সহকারি হিসাবে ফের নিযুক্ত হলেন তিনি। সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন ক্লাবকর্তারা।

গত মরসুমে বিনোর কোচিংয়ে ভালোই পারফরম্যান্স করে ইস্টবেঙ্গলের জুনিয়র দল। সিনিয়ররা না পারলেও জুনিয়ররা ডার্বিতে হারায় মোহনবাগানকে। বিনো অনেক তরুণ ফুটবলারকে দলে নেবেন এমনটাই খবর ক্লাব সূত্রে। পাশাপাশি কলকাতা লিগেও বিনোকে ফের কিছু ম্যাচে ডাগআউটে দেখা যেতে পারে।

গত মরসুমে ডুরান্ড কাপ, আইএসএল ও সুপার কাপ — এই তিন সর্বভারতীয় টুর্নামেন্টে মোট ২৭টি ম্যাচ খেলে ইস্টবেঙ্গল। তার মধ্যে জয় পায় মাত্র সাতটিতে। সুপার কাপে তিনটির একটি ম্যাচও জিততে পারেনি তারা, ড্র হয়। শতবর্ষের ঐতিহ্যবাহী ক্লাবের অতীতের কীর্তির সঙ্গে এই খতিয়ানের কোনও তুলনাই হয় না।

মরশুম শেষে তারা ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টান্টাইনকেও বিদায় জানিয়ে দেয় এবং আগামী মরশুমের জন্য প্রাক্তন বেঙ্গালুরু এফসির কোচ কার্লস কুয়াদ্রাতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়।

বিনো জর্জ
আগামী সপ্তাহে 'এটিকে' সরার মতোই সুখবর! বাগান সচিবের কথায় কীসের ইঙ্গিত?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in