Durand Cup 2025: ডার্বির রঙ লাল হলুদ, দিমি ম্যাজিকে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

People's Reporter: সেমিফাইনালে অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল অর্থাৎ ডুরান্ড ফাইনালে খেলবে কলকাতার যে কোন একটি দল।
Durand Cup 2025: ডার্বির রঙ লাল হলুদ, দিমি ম্যাজিকে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল
Published on

জ্বলল মশাল। ডুরান্ড ডার্বির রঙ লাল হলুদ। যুবভারতীতে কোয়াটার ফাইনালে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে ডার্বি জিতলো ইস্টবেঙ্গল। আর এই ডার্বির নায়ক দিমিত্রিয়স। তিনিই জোড়া গোল করলেন। ডার্বি শুরুর আগে অনেকে ইস্টবেঙ্গলকে ফেভারিট ধরেছিল। আর ফেভারিটের মতই  খেললো টিম লাল হলুদ। ৩ মিনিটে মিগুয়েলের বাড়ানো পাস থেকে এডমুন্ডের নেওয়া শট বিশাল কাইথ সুন্দর দক্ষতায় সেভ করেন।

১০ মিনিটে ডান প্রান্ত হয়ে এডমুন্ড আক্রমণে গেলেও, তাঁকে বাধা দেন টেকচাম অভিষেক।

১১ মিনিটে আনোয়ার কাড়তে গিয়ে সংঘর্ষ হয় সাহালের সঙ্গে। সেখান থেকে ফ্রি কিক পায় মোহনবাগান। তবে কাজে লাগাতে ব্যর্থ।

১৭ মিনিটে পেশিতে টান ধরায় হামিদের বদলে মাঠে নামেন দিমিত্রিয়স। আর সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে ধরা দিল।

২৫ মিনিটে বক্সের বাইরে মহেশকে কান টেনে ধরে ফাউল করেন অলড্রেড। যদিও রেফারি কোন কার্ড দেখান নি। সেখান থেকে মিগুয়েলের নেওয়া ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।

৩৩ মিনিটে মহেশের থ্রু বলে শট নিয়ে জালে জড়ান দিমিত্রিয়স। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোল।

তবে ৩৬ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো বল বক্সের মধ্যে ধরেন বিপিন। সেই সময় তাঁকে পিছন থেকে ধাক্কা মেরে ফাউল করেন আশিস রাই। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করলেন দিমিত্রিয়স। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।

সেকেন্ড হাফের শুরুতেই ৪৭ মিনিটে গোলের সুযোগ মিস করে মোহনবাগান। ৫২ মিনিটে ফের গোল লাল হলুদের। মহেশের থেকে বল পেয়ে বক্সের ডান দিক থেকে দুর্দান্ত শট দিয়ামান্তাকোসের। আটকাতে পারেননি বিশাল কাইথ। তবে ৬৭ মিনিটে গোল শোধ করে মোহনবাগান। কর্নার থেকে বল পান থাপা। তিনি সরাসরি ইস্টবেঙ্গলের গোল লক্ষ্য করে শট নেন। ডিফেন্স চেরা শটে গোল করেন।

গোল করার পরে মোহনবাগান কোচ হোসে মোলিনা সাহল আবদুল সামাদ, টস অ্যালড্রেড, অনিরুধ থাপাকে তুলে দিমিত্রি পেত্রাতোস, দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাসকে নামান। ৭৩ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পায় মোহনবাগান। বক্সের ভিতর থেকে আশিস রাইয়ের পাওয়ারফুল শট, তবে দারুণ সেভ করেন লাল হলুদ গোলকিপার প্রভুশিখন গিল।

এরপর মোহনবাগান সুযোগ পেয়েও গোল করতে পারেনি। অন্যদিকে অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে দিমিত্রিয়স বক্সে গোলকিপারকে একা পেয়েও নিজের ও দলের হ্যাটট্রিক মিস করেন। জিতেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। উচ্ছাস লাল হলুদ সমর্থকদের।সেমিফাইনালে অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল অর্থাৎ ডুরান্ড ফাইনালে খেলবে কলকাতার যে কোন একটি দল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in