Durand Cup 2021: আজ ফাইনালে এফ সি গোয়াকে হারাতে মরিয়া মহামেডান স্পোর্টিং

এশিয়ার প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচের লাইভ টেলিকাস্ট হবে সোনি টেন ২ এবং সোনি টেন ২ এইচ ডি টিভি চ্যানেলে। এছাড়াও আড্ডা টাইমস অ্যাপে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে আজ সন্ধ্যে ৬টায়
অনুশীলনে মহামেডান স্পোর্টিং
অনুশীলনে মহামেডান স্পোর্টিংছবি মহামেডান স্পোর্টিং ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

রবিবার সন্ধ্যে ৬টায় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩০তম ডুরান্ড কাপ প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্ল্যাক প্যান্থার কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব এবং এফ সি গোয়া। এশিয়ার প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। এদিনের ম্যাচের লাইভ টেলিকাস্ট হবে সোনি টেন ২ এবং সোনি টেন ২ এইচ ডি টিভি চ্যানেলে। এছাড়াও আড্ডা টাইমস অ্যাপে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

কলকাতার অপর দুই শক্তিশালী ক্লাব এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল এই প্রতিযোগিতায় অংশ নেয়নি। ফলে শহরের ফুটবলপ্রেমীরা মহামেডান স্পোর্টিংকে ঘিরেই আশায় বুক বাঁধছেন। ধাপে ধাপে যেভাবে একের পর এক কঠিন বাধা টপকে মহামেডান ফাইনালে উঠে এসেছে তাতে ফুটবলপ্রেমীরা আজকের ম্যাচে মহামেডানের জয় নিয়ে আশাবাদী।

গ্রুপ-এ-র রানার্স আপ হয়ে খেলা শেষ করেছে মহামেডান স্পোর্টিং। যারা গ্রুপে ইন্ডিয়ান এয়ার ফোর্সকে ৪-১-এ, সিআরপিএফ কে ৫-১এ হারিয়েছে। বেঙ্গালুরু ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারে। কোয়ার্টার ফাইনালে গোকুলম কেরালাকে ১-০ গোলে পরাজিত করে।

অন্যদিকে আর্মি গ্রীনকে ২-০, সুদেব দিল্লিকে ২-১-এ হারানোর পর জামশেদপুর এফসিকে ৫-০ গোলে হারায় এফসিগোয়া। কোয়ার্টার ফাইনালে দিল্লি এফসিকে ৫-১ গোলে পরাজিত করে এফসি গোয়া।

মহামেডান স্পোর্টিং দলগোলরক্ষক - মিঠুন সামন্ত, সুশান্ত মালিক, কবীর তৌফিক, জোথানমাউয়া। ডিফেন্ডার – অরিজিত রায়, বলবিন্দর সিং, লালরামচুলোভা, লালরামহুমুনিয়া, মনোজ মহম্মদ, সফিউল রহমান, সাহের শাহীন, সুজিত সাধু, অয়েইন ভাজ। মিডফিল্ডার – ব্র্যান্ডন ভানলালরেমডিকা, বুয়াম, ফয়জল আলি, ফিরোজ আলি, মালসাওমজুয়ালা, মারকাস জোসেফ, মিলন সিং, নিকোলা স্টোজানোভিক (অধিনায়ক), শেখ ফৈয়াজ, রিজ ডেমেলো, সঞ্জীব ঘোষ, সুশীল মেইতেই। ফরোয়ার্ড – জশকরণপ্রীত সিং, স্টেফান ইলিচ, আজহারউদ্দিন।

এফ সি গোয়া দল – গোলরক্ষক – নবীন কুমার, হৃত্বিক তেওয়ারী, ধীরাজ সিং, মৈরাংথেম। ডিফেন্ডার – লিয়েন্ডার ডি কুনহা, স্যাভিওর গামা, স্যানসন পেরেরা, কুনাল কুন্দাইকার, মনুশ্বন ফারনান্ডেজ, লালমাঙ্গাইহাসাঙ্গা, সেরিটন ফারনান্ডেজ, ইভান গঞ্জালেস, আইবানভা ডোলিং, মহম্মদ আলি। মিডফিল্ডার – এডু বেডিয়া (অধিনায়ক), ব্রিসন ফারনান্ডেজ, মুহম্মদ নেমিল, অ্যালবারট নোগুরা, প্রিন্সটন রেবেলো, ডান্সট্যান ফারনান্ডেজ, আলেক্সান্ডার রোমারিও জেসুরাজ, রিডিম তালাং, নোনডাংম্বা নাওরেম, গ্ল্যান মারটিন্স, ব্র্যান্ডন ফারনান্ডেজ, মাকান উইঙ্কল চোটে, ক্রিস্টি ডেভিস। ফরোয়ার্ড – দেবেন্দ্র মুরগাওকর, জর্জ অরতিজ, ডেল্টন কোলাকো।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in