BCCI: জনপ্রিয় ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম এবার ভারতীয় ক্রিকেট দলের লীড স্পনসর!

জনপ্রিয় ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন (Dream 11) হচ্ছে ভারতীয় দলের মূল স্পনসর। আগামী তিন বছরের জন্য এই সংস্থার সাথে চুক্তি করেছে বিসিসিআই।
বিসিসিআই
বিসিসিআইফাইল ছবি সংগৃহীত
Published on

বাইজু বেরিয়ে যাওয়ার পর মার্চ থেকেই ভারতীয় দলের মূল স্পনসর হিসেবে কোনো সংস্থাই ছিল না। এবার বিসিসিআই-র তরফ থেকে ঘোষণা করা হলো নতুন লীড স্পনসরের। জনপ্রিয় ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন (Dream 11) হচ্ছে ভারতীয় দলের মূল স্পনসর। এর আগে আইপিএল-র টাইটেল স্পনসরও ছিল ড্রিম ইলেভেন। এবার তাদের লোগো দেখা যাবে টিম ইন্ডিয়ার জার্সিতে।

গত অর্থবর্ষে বেশ কিছু সমস্যার জন্য সরে দাঁড়ায় বাইজু। নভেম্বর পর্যন্ত ঐচ্ছিক স্পনসরশিপ চুক্তি থাকলেও এবছরের শুরুতেই তারা বেরিয়ে যায়। ১৪ জুন ভারতীয় ক্রিকেট বোর্ড, জার্সি স্পনসরশিপের জন্য টেন্ডার চেয়েছিল। শনিবার বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়ে দেয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই ভারতের জার্সিতে দেখা যাবে ড্রিম ইলেভেনের লোগো। আগামী তিন বছরের জন্য এই সংস্থার সাথে চুক্তি করেছে বিসিসিআই।

বিসিসিআই সভাপতি রজার বিনি ড্রিম ইলেভেনকে স্বাগত জানিয়ে বলেন, "আমি ড্রিম ১১-কে অভিনন্দন জানাই। বিসিসিআইয়ের অফিসিয়াল স্পনসর থেকে এখন লিড স্পনসর হওয়ায়। এর ফলে বিসিসিআই ও ড্রিম ইলেভেনের মধ্যে পার্টনারশিপ শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয়েছে।"

ড্রিম ইলেভেনের কো-ফাউন্ডার এবং সিইও হর্ষ জৈন এক বিবৃতিতে বলেছেন, "বিসিসিআই এবং টিম ইন্ডিয়ার সঙ্গে ড্রিম ইলেভেনের দীর্ঘস্থায়ী পার্টনারশিপ করতে পেরে আমরা রোমাঞ্চিত। ড্রিম ইলেভেনের মাধ্যমে আমরা এক বিলিয়ন ভারতীয় ক্রিকেট ভক্তদের সঙ্গে ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা ভাগ করে থাকি। জাতীয় দলের প্রধান স্পনসর হওয়া আমাদের জন্য গর্বের বিষয়। আমরা ভারতীয় ক্রীড়া ইকোসিস্টেমকে সমর্থন করার জন্য মুখিয়ে রয়েছি।"

বিসিসিআই
ICC World Cup 23: কোথায়, কীভাবে কাটবেন ক্রিকেট বিশ্বকাপের টিকিট?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in