Carlos Alcaraz: জকোভিচকে হারিয়ে উইম্বলডন জেতা কার্লোস আলকারাজের বিষয়ে কিছু কথা

জকোভিচকে ১-৬, ৭-৬(৮-৬), ৬-১, ৩-৬ এবং ৬-৪ এ হারিয়ে নিজের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জিতলেন তিনি। দুই প্লেয়ারের মধ্যে ৪ ঘন্টারও বেশি সময় খেলা চলেছিল।
কার্লোস আলকারাজ
কার্লোস আলকারাজছবি - উইম্বলডনের ফেসবুক পেজ

২৪তম গ্র্যান্ডস্লাম জেতা হলো না সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের। লন্ডনে আয়োজিত ২০২৩ উইম্বলডন খেতাব জয় করলেন বিশ্বের একনম্বর টেনিস প্লেয়ার স্পেনের কার্লোস আলাকারাজ। কে এই আলকারেজ? জেনে নিন কিছু কথা

বিশ্ব টেনিসে নতুন তারকার জন্ম আলাকারাজ। বিশেষজ্ঞ ও ক্রীড়াপ্রেমীরা অন্তত এমনই বলছেন। জোকারকে হারিয়ে রাতারাতি খবরের শিরোনামে উঠে এসেছেন আলাকারাজ। উইম্বলডন জিতে নিজের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম খেতাবও অর্জন করেছেন। পুরুষদের এটিপি র‍্যাঙ্কিং-এ ৯৬৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন তিনি। ৮৭৯৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নোভাক জকোভিচ।

২০০৩ সালের ৫ মে স্পেনের মুর্সিয়ার এল পামার জেলায় কার্লোসের জন্ম। কার্লোসের পুরো নাম কার্লোস আলকারেজ গার্ফিয়া। ছোটো থেকেই টেনিস খেলতে ভালোবাসতেন তিনি। তাঁর বাবা এবং ঠাকুরদা দুজনেই টেনিস প্লেয়ার ছিলেন। কার্লোসের বাবার একটি টেনিস অ্যাকাডেমিও আছে। পেশাগতভাবে আলকারেজের টেনিসে অভিষেক হয় ২০১৮ সালে। প্রথম থেকেই নজরকাড়া পারফর্ম্যান্স করেন তিনি।

২০২১ সালে প্রথম এটিপি ট্যুর শিরোপা জিতেছিলেন তিনি। ২০০৮ সালে কেই নিশিকোরির (১৮) পর, তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে এই খেতাব জয় করেছেন। ওই একই বছরে তিনি আরও তিনটি এটিপি ট্যুর জিতেছিলেন। ২০২২ সালে এটিপি ১০০০ জিতেছিলেন। ওই একই বছর মোট ৪টি এটিপি খেতাব জয় করেছিলেন। যার মধ্যে রিও ডি জেনেইরো তে আয়োজিত হওয়া এটিপি ৫০০ অন্যতম।

২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডের পর ছিটকে যান। তবে ওই বছরই নিজের প্রথম গ্র্যান্ড স্লাম ইউ এস ওপেন জিতে সকলকে অবাক করেছিলেন। ২০২৩ ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনালে হেরে যান। কিন্তু উইম্বলডনে বাজিমাত করেন আলাকারেজ। জকোভিচকে ১-৬, ৭-৬(৮-৬), ৬-১, ৩-৬ এবং ৬-৪ এ হারিয়ে নিজের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জিতলেন তিনি। দুই প্লেয়ারের মধ্যে ৪ ঘন্টারও বেশি খেলা চলেছিল।

শিরোপা জয়ের পর কার্লোস আলকারাজ বলেন, 'জকোভিচের মতো একজন প্লেয়ারকে আমি হারিয়ে চ্যাম্পিয়ন হবো এটা কোনদিন ভাবতে পারিনি। আমি যখন জন্মাইনি তখন তিনি খেতাব জিতে নিয়েছিলেন। ছোট থেকে তাঁর খেলা দেখেছি।'

কার্লোস আলকারাজ
Wimbledon: ওনস জাবেউরকে হারিয়ে অবাছাই মার্কেতা ভন্ড্রোউসোভার খেতাব জয়, উইম্বলডনে নতুন রেকর্ড

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in