New Zealand: বোর্ডের সিদ্ধান্তে হতাশ হয়ে অবসর কিউইদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই ক্রিকেটারের

বোর্ডের সিদ্ধান্তে হতাশ হয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক অ্যামি স্যাটার্থওয়েট।
অ্যামি স্যাটার্থওয়েট
অ্যামি স্যাটার্থওয়েটফাইল চিত্র - সংগৃহীত

বোর্ডের সিদ্ধান্তে হতাশ হয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক অ্যামি স্যাটার্থওয়েট। নতুন চুক্তিতে দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা স্যাটার্থওয়েটকে রাখেনি কিউই বোর্ড।

ঘটনার সূত্রপাত মূলত, নতুন প্রজন্মের ক্রিকেটারদের চুক্তিকে কেন্দ্র করে। আর বোর্ডের এই সিদ্ধান্তকেই মেনে নিতে পারেননি নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান সহ অধিনায়ক। বোর্ডের এই অসম্মানজনক আচরণেই ক্ষুব্ধ হয়ে অবসর নিয়ে ফেললেন কিউই মহিলাদের বহু যুদ্ধের লড়াকু সৈন্যিক স্যাটার্থওয়েট।

নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা স্যাটার্থওয়েটের আন্তর্জাতিক সফর শুরু ২০০৭ সাল থেকে। দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে ১৪৫ টি ওডিআই ম্যাচ এবং ১১১ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮-১৯ সালে দলের অধিনায়কত্বও সামলেছেন। একদিনের ক্রিকেটে ৪৬৩৯ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ৭ টি শতরান। ২০১৬-১৭ মরশুমে ওডিআই ক্রিকেটে টানা চারটি শতরান করে শ্রীলঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারার রেকর্ডও ছুঁয়েছেন তিনি। বল হাতে একদিনের ক্রিকেটে ৫০ টি উইকেটও রয়েছে স্যাটার্থওয়েটের ঝুলিতে।

নিউজিল্যান্ডের চুক্তিতে না থাকায় স্যাটার্থওয়েট বলেন, "অত্যন্ত হতাশা এবং দুঃখের সাথে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। নতুনদের দিকে তাকিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কিছু তরুণ ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করার সিদ্ধান্তের কথা জানার পর সময়টা বেশ কঠিন ছিলো। চুক্তি থেকে বাদ পড়ায় আমি খুবই হতাশ। আমার বিশ্বাস, এখনও আমার অনেক কিছুই দেওয়ার ছিলো। যাই হোক, নিউজিল্যান্ড বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি এবং হোয়াইটস ফার্নসদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। সবরকমভাবে আমি ওদের সাহায্য করতে প্রস্তুত।"

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও স্যাটার্থওয়েট ক্যান্টারবেরি ম্যাজিশিয়ানদের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাবেন এবং ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে হান্ড্রেডও খেলবেন।

অ্যামি স্যাটার্থওয়েট
Delhi: পোষ্য নিয়ে সান্ধ্যকালীন ভ্রমণ আমলার, খেলোয়াড়দের দ্রুত মাঠ ছাড়ার নির্দেশ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in