

গত আইএসএলে সোনার বুট জয়ী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতসসের সঙ্গে আরও ২ বছরের চুক্তি বাড়াল মোহনবাগান সুপার জায়ান্ট। গত আইএসএলে সবুজ-মেরুনকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করাতে বড়ো ভূমিকা ছিল দিমিত্রির।
সমর্থকদের প্রিয় দিমি যে মোহনবাগানে থাকবেন সেটা জানাই ছিল। অবশেষে সেটা নিশ্চিত হল। উচ্ছ্বসিত দিমিত্রি বলেন, 'মোহনবাগান আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। দলকে আরও ট্রফি দেওয়ার চেষ্টা করব। গতবারের তুলনায় এবার আমাদের দল আরও শক্তিশালী। আমার দীর্ঘদিনের বন্ধু জেমি ম্যাকলারেন দলে যোগ দিয়েছে। আমরা একসঙ্গে বহু ম্যাচ খেলেছি। সফলও হয়েছি। ভারতেও এই ধারা বজায় রাখতে চাই।
তিনি আরও জানান, গ্রেগ স্টুয়ার্ট, টম অ্যালড্রেড, আলবার্তো রড্রিগেজ, আপুইয়ার মতো ফুটবলাররা যোগ দেওয়ায় দলের শক্তি অনেক বেড়েছে। যার ফলে আমাদের ট্রফি জেতার চ্যালেঞ্জও বেড়েছে। আশা করছি গতবারের মতো দলগত ফুটবল খেলে আমরা সফল হব। সমর্থকদের আবেগ আমাদের অনুপ্রেরণা। এবারও আমাদের পাশে থাকুন।'
গতবারের ডুরান্ড কাপ ও আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট এবার একটু দেরিতে অনুশীলন শুরু করেছে। নতুন কোচ হোসে মোলিনার কোচিংয়ে অনুশীলন করছে ফুটবলাররা। তবে তারা ডুরান্ড কাপে জুনিয়র দল খেলাচ্ছে। মোহনবাগানের লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ আর আইএসএল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন