DFL-Supercup: লেভনডস্কির জোড়া গোল, ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন

কোচ হিসেবে প্রথম ট্রফির স্বাদ পেলেন জুলিয়ান নাগালসম্যান। বুরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে মরশুমের প্রথম ট্রফি ডিএফবি সুপার কাপ জিতে নিলো বায়ার্ন মিউনিখ।
DFL-Supercup: লেভনডস্কির জোড়া গোল, ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন
ছবি বায়ার্ন মিউনিখ-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

কোচ হিসেবে প্রথম ট্রফির স্বাদ পেলেন জুলিয়ান নাগালসম্যান। বুরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে মরশুমের প্রথম ট্রফি ডিএফবি সুপার কাপ জিতে নিলো বায়ার্ন মিউনিখ। গতবারের মতো এবারও বুরুশিয়াকে হারতে হয়েছে বাভেরিয়ানদের সামনে। লেভনডস্কির জোড়া গোল এবং থমাস মূলারের একটি গোলে নিজেদের নবম জার্মান সুপার কাপ ঘরে তোলে বায়ার্ন মিউনিখ। রোমহর্ষক ম্যাচের সম্পূর্ণ অংশ জুড়েই ছিলেন সদ্য প্রয়াত জার্মান কিংবদন্তী গার্ড মূলার। ট্রফিটাও যেনো উৎসর্গ করা হয়েছে তাঁকে।

এদিন ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিলো বুরুশিয়া। বায়ার্নকে চাপে রেখে একের পর এক আক্রমণে উঠেছিলো হলান্ড, রুইজরা। গোলের দেখাও পেয়েছিলো বুরুশিয়া। তবে অফ সাইডের কারণে সে গোল বাতিল করা হয়। অফ সাইডে বুরুশিয়ার মোট দুটি গোল বাতিল হয়। নাহলে ফলাফল অন্যরকম হতে পারতো। বুরুশিয়ার আক্রমণের মাঝেই বায়ার্নকে এগিয়ে দেন অভিজ্ঞ লেভনডস্কি। ৪১ মিনিটে সার্জ জিনাব্রির পাস থেকে গোল করেন পোলিশ সেনসেশন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বায়ার্ন তাদের ছন্দে ফিরে আসে। ৪৯ মিনিটে দুরন্ত এক গোলে বাভেরিয়ানদের লীড বাড়ান। ২-০ গোলে পিছিয়ে থাকার পর ৬৪ মিনিটে ব্যবধান কমায় বুরুশিয়া। বেলিংহ্যামের পাস থেকে চোখ ধাঁধানো গোল করেন মার্কো রুইজ। তবে শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি তারা। উল্টে ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় এবং ক্লাবের হয়ে ম্যাচের তৃতীয় গোলটি করে বায়ার্নকে শিরোপা জয়ের দিকে এগিয়ে নিয়ে যান রবার্ট লেভনডস্কি। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে বড় জয় অর্জন করে সুপার কাপ তুলে নেয় বায়ার্ন মিউনিখ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in