DFB Super Cup: আজ রাতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি বুরুশিয়া ডর্টমুন্ড

ইদুনা পার্কে মরশুমের শুরুতেই বায়ার্নের নতুন কোচে জুলিয়ান নাগালসম্যানের জন্য কঠিন পরীক্ষা। তার কারণ বায়ার্ন মরশুমে জয়ের খাতা খুলতে পারেনি, অন্যদিকে আর্লিং ব্রুট হলান্ডের দল রয়েছেন দুরন্ত ছন্দে।
বুরুশিয়া ডর্টমুন্ড-এর ফুটবলাররা
বুরুশিয়া ডর্টমুন্ড-এর ফুটবলাররাফাইল ছবি বুরুশিয়া ডর্টমুন্ড ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

জার্মানিতে মরশুমের প্রথম শিরোপার জন্য মাঠে নামছে বায়ার্ন মিউনিখ এবং বুরুশিয়া ডর্টমুন্ড। আর মাত্র কয়েক ঘন্টা বাদেই ভারতীয় সময় রাত ঠিক ১২ টায় ডিএফবি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ইদুনা পার্কে মরশুমের শুরুতেই বায়ার্নের নতুন কোচে জুলিয়ান নাগালসম্যানের জন্য কঠিন পরীক্ষা। তার কারণ বায়ার্ন মরশুমে জয়ের খাতা খুলতে পারেনি, অন্যদিকে আর্লিং ব্রুট হলান্ডের দল রয়েছেন দুরন্ত ছন্দে। সব মিলিয়ে মর্যাদার লড়াইয়ে হাড্ডাহাড্ডি এক ফাইনালের অপেক্ষায় রয়েছে ফুটবল ভক্তরা।

প্রতি মরশুমে বুন্দেশলিগা জয় দল ও সুপার কাপ জয়ী দলের মধ্যে ডিএফবি এই ম্যাচের আয়োজন করে। গতবার বুন্দেশলিগা খেতাব জেতে বায়ার্ন মিউনিখ। সুপার কাপও জিতেছিলো তারা। তাই নিয়ম অনুযায়ী লীগের রানার্স আপ দল বুরুশিয়া বাভেরিয়ানদের বিপরীতে খেলবে।

জার্মান সুপার কাপের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল হলো বায়ার্ন ও বুরুশিয়া। এখনও পর্যন্ত মোট ৮ বার সুপার কাপ জিতেছে বায়ার্ন। বুরুশিয়া সুপার কাপ জিতেছে ৬ বার। আজ রাতের ফাইনাল ধরলে টানা ১১ তম জার্মান সুপার কাপের ফাইনালে নামছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে টানা তিন বার ফাইনাল খেলছে বুরুশিয়াও। ডিএফবি সুপার কাপের ফাইনালে দুই দল এখনও পর্যন্ত আট বার মুখোমুখি হয়েছে। দুই দলই চার বার জিতেছে এবং চার বার হেরেছে। এই মঞ্চে দুই দলের লড়াই সমানে সমানে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in