আইপিএল-র মিনি নিলামে দিল্লি ফ্রাঞ্চাইজি
আইপিএল-র মিনি নিলামে দিল্লি ফ্রাঞ্চাইজিছবি - দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজ

IPL Auction 2024: সৌরভের ‘দ্বিতীয় ধোনি’কে নিতে ১০ কোটি খরচেও রাজি ছিল দিল্লি! কে তিনি জানেন?

People's Reporter: কুমার কুশাগ্রকে নিয়ে বেশ আগ্রহী ছিলেন সৌরভ। তিনি নাকি ওই ক্রিকেটারের মধ্যে দ্বিতীয় ধোনিকে খুঁজে পেয়েছেন। কুশাগ্রর বাড়িও ঝাড়খণ্ডে।
Published on

মঙ্গলবার দুবাইতে ২০২৪ আইপিএল-র মিনি নিলামে একাধিক তারকা ক্রিকেটারের মধ্যেও সৌরভ গাঙ্গুলির পছন্দ ছিল আনক্যাপড কুমার কুশাগ্রকে। তাঁকে দলে নেওয়ার জন্য টাকার ব্যাগ নিয়ে ঝাঁপিয়ে পড়ে দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত তাঁকে ৭ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নেয় দিল্লি।

কুমার কুশাগ্রকে নিয়ে বেশ আগ্রহী ছিলেন সৌরভ। তিনি নাকি ওই ক্রিকেটারের মধ্যে দ্বিতীয় ধোনিকে খুঁজে পেয়েছেন। কুশাগ্রর বাড়িও ঝাড়খণ্ডে। ছেলের এই চাহিদা দেখে আনন্দিত কুশাগ্রর বাবা শশীকান্ত। তিনি বলেন, ছেলের এত বেশি দাম উঠবে তা ভাবতেই পারিনি। প্রথমে ভেবেছিলাম বেস প্রাইস ২০ লক্ষ টাকাতেই হয়তো দিল্লি কিনে নেবে। কিন্তু কুশাগ্রর জন্য দিল্লির পাশাপাশি অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলিও এত বেশি টাকা দিতে প্রস্তুত থাকবে ভাবতে পারিনি।

কুমার কুশাগ্র
কুমার কুশাগ্রছবি - সংগৃহীত

তিনি আরও বলেন, কলকাতায় দিল্লির ট্রায়ালে এসেছিল কুশাগ্র। সেই সময় সৌরভ গাঙ্গুলি বলেছিলেন ওর ছয় মারার ধরণ অনেকটাই মহেন্দ্র সিং ধোনির মতো। নিলামে ওকে নেওয়ার জন্য ১০ কোটি টাকা পর্যন্ত খরচ করতেও রাজি। সৌরভ গাঙ্গুলি সেই কথা রাখলেন।

এই কুশাগ্রও উইকেটরক্ষক ব্যাটাসম্যান। তিনি ২০২০ সালে অনূর্ধ্ব বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন। এই ডানহাতি ব্যাটারের বয়স এখন ১৯ বছর। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৩ ম্যাচে খেলে ৮৬৮ রান করেছেন। লিস্ট এ ক্রিকেটে ২৩ ম্যাচে ৭০০ রান রয়েছে তাঁর ব্যাট থেকে।

আইপিএল-র মিনি নিলামে দিল্লি ফ্রাঞ্চাইজি
IPL Auction 2024: কলকাতার কাছে হার গুজরাটের, কামিন্সের রেকর্ড মূল্য টপকে KKR-এ মিচেল স্টার্ক
আইপিএল-র মিনি নিলামে দিল্লি ফ্রাঞ্চাইজি
IPL 2024: নিলামের দিনই বোলারদের জন্য সুখবর, এক ওভারে ২টি বাউন্সারে ছাড়পত্র BCCI-র!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in