

মঙ্গলবার দুবাইতে ২০২৪ আইপিএল-র মিনি নিলামে একাধিক তারকা ক্রিকেটারের মধ্যেও সৌরভ গাঙ্গুলির পছন্দ ছিল আনক্যাপড কুমার কুশাগ্রকে। তাঁকে দলে নেওয়ার জন্য টাকার ব্যাগ নিয়ে ঝাঁপিয়ে পড়ে দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত তাঁকে ৭ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নেয় দিল্লি।
কুমার কুশাগ্রকে নিয়ে বেশ আগ্রহী ছিলেন সৌরভ। তিনি নাকি ওই ক্রিকেটারের মধ্যে দ্বিতীয় ধোনিকে খুঁজে পেয়েছেন। কুশাগ্রর বাড়িও ঝাড়খণ্ডে। ছেলের এই চাহিদা দেখে আনন্দিত কুশাগ্রর বাবা শশীকান্ত। তিনি বলেন, ছেলের এত বেশি দাম উঠবে তা ভাবতেই পারিনি। প্রথমে ভেবেছিলাম বেস প্রাইস ২০ লক্ষ টাকাতেই হয়তো দিল্লি কিনে নেবে। কিন্তু কুশাগ্রর জন্য দিল্লির পাশাপাশি অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলিও এত বেশি টাকা দিতে প্রস্তুত থাকবে ভাবতে পারিনি।
তিনি আরও বলেন, কলকাতায় দিল্লির ট্রায়ালে এসেছিল কুশাগ্র। সেই সময় সৌরভ গাঙ্গুলি বলেছিলেন ওর ছয় মারার ধরণ অনেকটাই মহেন্দ্র সিং ধোনির মতো। নিলামে ওকে নেওয়ার জন্য ১০ কোটি টাকা পর্যন্ত খরচ করতেও রাজি। সৌরভ গাঙ্গুলি সেই কথা রাখলেন।
এই কুশাগ্রও উইকেটরক্ষক ব্যাটাসম্যান। তিনি ২০২০ সালে অনূর্ধ্ব বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন। এই ডানহাতি ব্যাটারের বয়স এখন ১৯ বছর। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৩ ম্যাচে খেলে ৮৬৮ রান করেছেন। লিস্ট এ ক্রিকেটে ২৩ ম্যাচে ৭০০ রান রয়েছে তাঁর ব্যাট থেকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন