Dani Alves: ধর্ষণের দায়ে সাড়ে ৪ বছরের জেল প্রাক্তন বার্সা তারকার!

People's Reporter: বৃহস্পতিবার স্পেনের এক আদালতের বিবৃতিতে বলা হয়েছে, তথ্য প্রমাণ বিচার করে এটা স্পষ্ট যে নির্যাতিতার ইচ্ছার বিরুদ্ধে যৌন হেনস্থা করেছিলেন অভিযুক্ত।
দানি আলভেজ
দানি আলভেজছবি - Fabrizio Romano-র এক্স হ্যান্ডেল
Published on

প্রাক্তন বার্সেলোনা তারকা এবং ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজকে সাড়ে ৪ বছরের কারাবাস দিল স্পেনের আদালত। এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় শাস্তি ঘোষণা হয়েছে তারকা ফুটবলারের বিরুদ্ধে।

বৃহস্পতিবার স্পেনের এক আদালতের বিবৃতিতে বলা হয়েছে, তথ্য প্রমাণ বিচার করে এটা স্পষ্ট যে নির্যাতিতার ইচ্ছার বিরুদ্ধে যৌন হেনস্থা করেছিলেন অভিযুক্ত। তাছাড়া মামলাকারীর সাক্ষ্য ছাড়াও ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি আলভেজকে ওই নির্যাতিতাকে ১ লক্ষ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের রায়ে সম্পূর্ণ খুশি নন নির্যাতিতা এবং তাঁর আইনজীবী। কারণ নির্যাতিতার আইনজীবী দানি আলভেজের ৯ বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছিলেন।

দানি আলভেজের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, পুরো ঘটনায় তিনি একা জড়িত নন। ওই মহিলারও সম্মতি ছিল। নয়তো এই ধরণের ঘটনা ঘটতো না। তবে আদালত তাঁর কথা বিশ্বাসযোগ্য বলে মনে করেনি।

২০২২ সালের ডিসেম্বর মাসে বার্সেলোনার এক নৈশক্লাবে ওই মহিলাকে ধর্ষণ করেছিলেন বলেই আলভেজের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে তারকা ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ১ বছর পর মামলার রায় দিল আদালত।

আলভেজ বার্সেলোনার হয়ে ৪০০ টির বেশি ম্যাচ খেলেছেন। মেসি, নেইমারের এক সময়ের সতীর্থ ছিলেন তিনি। ফুটবল কেরিয়ারে বহু খেতাবও জিতেছেন তিনি।

দানি আলভেজ
Kolkata: কলকাতায় শুরু হচ্ছে আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল!
দানি আলভেজ
Angel Di Maria: কলকাতায় ডি মারিয়া! আর্জেন্টাইন তারকা কবে পা রাখছেন তিলোত্তমায়?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in