D Gukesh: বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হিসেবে নজির ডি গুকেশের!

People's Reporter: প্রতিযোগিতার ১৪ রাউন্ড শেষে শিরোপা জেতেন গুকেশ। ভারতীয় গ্র্যান্ড মাস্টারের জেতার জন্য দরকার ছিল প্রতিযোগিতাটি ড্র করা।
ডি গুকেশ
ডি গুকেশছবি - সংগৃহীত

বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতা জিতলেন ভারতের ডি গুকেশ। পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে চ্যালেঞ্জ করার যোগ্যতা অর্জনেও সক্ষম হলেন এই গ্র্যান্ড মাস্টার।

প্রতিযোগিতার ১৪ রাউন্ড শেষে শিরোপা জেতেন গুকেশ। ভারতীয় গ্র্যান্ড মাস্টারের জেতার জন্য দরকার ছিল প্রতিযোগিতাটি ড্র করা। প্রতিপক্ষ আমেরিকার হিকারু নাকামুরার ওপর প্রথম থেকেই চাপ সৃষ্টি করছিলেন গুকেশ। একই সাথে তাঁর নজর ছিল ফ্যাবিয়ানো করুয়ানা এবং ইয়ান নেপমনিয়াচির ম্যাচের দিকে। তাঁদের ম্যাচ ড্র হওয়ার পরই কিছুটা হলেও চাপমুক্ত হন গুকেশ। শিরোপা জেতার জন্য প্রয়োজন ছিল ড্র। মার্কিন প্রতিপক্ষের বিরুদ্ধে সেটাই করলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

এর আগে এত কম বয়সে এই প্রতিযোগিতা জেতেননি কেউ। সেটাই করে দেখালেন গুকেশ। এছাড়া এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং বিদিত গুজরাটিও। রমেশবাবু পঞ্চম স্থানে এবং বিদিত গুজরাটি ষষ্ঠ স্থানে শেষ করেন।

শিরোপা জিতে গুকেশ বলেন, অনেকটাই ভালো লাগছে। আমার বেশি চিন্তা ছিল ফ্যাবিয়ানো করুয়ানা এবং ইয়ান নেপমনিয়াচির ম্যাচ নিয়ে। তাঁদের ম্যাচ ড্র হতেই আমি আরও শান্ত ভাবে নিজের খেলাটা চালিয়ে গেছি।

এক্স মাধ্যমে গুকেশকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, "ভারত ডি গুকেশের জন্য সত্যিই গর্বিত। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যান্ডিডেটস জেতার জন্য অনেক অভিনন্দন। টরেন্টোতে সকলের মধ্যে নিজের দক্ষতায় নজর কেড়েছেন গুকেশ। তার অসামান্য পারফরম্যান্স এবং শীর্ষে ওঠার লড়াই লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে"।

ডি গুকেশের পরবর্তী লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে হারানো। চীনা প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেই আরও একটি রেকর্ড গড়বেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। এর আগে ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন গ্যারি কাসপরভের এবং ম্যাগনাস কার্লসেন।

ডি গুকেশ
FA Cup: দুরন্ত প্রত্যাবর্তন করেও হার কভেন্ট্রির, এফ এ কাপ ফাইনালে ফের ম্যানচেস্টার ডার্বি
ডি গুকেশ
বন্যায় বিপর্যস্ত দুবাই, অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে অংশ নিতে পারলেন না দুই ভারতীয় কুস্তিগীর!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in