CWG22: বক্সিং-এ নীতু ও অমিতের হাত ধরে ভারতের জোড়া সোনা

এদিন ৪৮ কেজি বিভাগে ৫-০ পয়েন্টে ইংল্যান্ডের ডেমি-জেড রেজস্তানকে হারান নীতু। অন্য ম্যাচে ৫১ কেজি বিভাগে ইংল্যান্ডের কিয়ারান ম্যাকডোনাল্ডকে ৫-০ পয়েন্টে হারান অমিত পাঙ্ঘাল।
অমিত পাঙ্ঘাল ও নীতু ঘাঙ্ঘাস
অমিত পাঙ্ঘাল ও নীতু ঘাঙ্ঘাসফাইল ছবি সংগৃহীত

কমনওয়েলথ গেমসের বক্সিং-এ ভারতের ঘরে জোড়া সোনা তুললেন অমিত পাঙ্ঘাল এবং নীতু। রবিবার দিনের শুরুতেই জোড়া সোনা ঘরে আসায় উজ্জীবিত ভারতীয় শিবির। এদিন ৪৮ কেজি বিভাগে ৫-০ পয়েন্টে ইংল্যান্ডের ডেমি-জেড রেজস্তানকে হারান নীতু। অন্য ম্যাচে ৫১ কেজি বিভাগে ইংল্যান্ডের কিয়ারান ম্যাকডোনাল্ডকে ৫-০ পয়েন্টে হারান অমিত পাঙ্ঘাল।

নীতু ঘাঙ্ঘাস ২০২২ কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে বক্সিং-এ প্রথম পদক জেতেন। ম্যাচের প্রথম রাউন্ডে ৪-১ ব্যবধানে এগিয়ে যান নীতু। দ্বিতীয় রাউন্ডেও একইভাবে ৪-১ ব্যবধানে জয়লাভ করেন নীতু।

অন্যদিকে নিজের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম রাউন্ডে ৫-০তে জয়লাভ করেন অমিত পাঙ্ঘাল। দ্বিতীয় রাউন্ডে ৪-১-এ জয়ী হয়ে তিনি জয়ের ধারা অব্যাহত রাখেন। এছাড়াও বারমিংহ্যামে লড়াইতে নাম্বেন নিখাত জারিন এবং সাগর।

এদিন ভারতীয় মহিলা হকি দল নিউজিল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in