

চলতি কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে নিশ্চিত হলো ভারতের ষষ্ঠ পদক। মহিলাদের লাইটওয়েট বিভাগে নিউজিল্যান্ডের ট্রয় গার্টনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে বক্সিং-এ ৫ নম্বর পদকটি নিশ্চিত করেছিলেন জেসমিন। তার আগে বৃহস্পতিবার পুরুষদের ফ্লাইওয়েটে লেনন মুলিগানের বিপক্ষে জিতে সেমিফাইনালে পৌঁছে যান অমিত পাঙ্ঘাল। অমিত নিশ্চিত করেছিলেন চতুর্থ পদক। এবার পুরুষদের ৯২ কেজি+ বিভাগের কোয়ার্টার ফাইনালে জিতলেন সাগর আহলাওয়াত। যার ফলে বক্সিং থেকে নিশ্চিত হলো ভারতের ষষ্ঠ পদক।
মহিলাদের লাইটওয়েট (৫৭-৬০ কেজি) বিভাগে স্প্লিট ডিসিশনে জেতেন জেসমিন। নিউজিল্যান্ডের ট্রয় গার্টনকে ৪-১ ব্যবধানে হারান তিনি। অন্যদিকে পুরুষদের ফ্লাইওয়েটে ৫১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে স্কটিশ বক্সার লেনন মুলিগানের বিপক্ষে ৫-০ ব্যবধানে জেতেন অমিত। গোল্ড কোস্ট কমনওয়েলথে অমিত পাঙ্ঘাল দেশকে রূপো এনে দিয়েছিলেন। এবার তাঁর হাত ধরে সোনা জয়ের স্বপ্ন দেখছে দেশ।
জেসমিন, অমিত ছাড়াও ভারতের আরও তিন বক্সার সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে ফেলেছেন আগেই। ৫০ কেজি বিভাগে পদক নিশ্চিত করেছেন নিখাত জারিন। ৪৮ কেজি বিভাগে পদক নিশ্চিত করেছেন নীতু গংঘাস এবং ৫৭ কেজি বিভাগে পদক নিশ্চিত করেছেন মহম্মদ হাসামুদ্দিন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন