CWG: অমিত, জেসমিনের পর সেমিফাইনালে সাগর, বক্সিং থেকে নিশ্চিত ভারতের ষষ্ঠ পদক!

এবার পুরুষদের ৯২ কেজি+ বিভাগের কোয়ার্টার ফাইনালে জিতলেন সাগর আহলাওয়াত। যার ফলে বক্সিং থেকে নিশ্চিত হলো ভারতের ষষ্ঠ পদক।
ভারতীয় বক্সার সাগর আহলাওয়াত
ভারতীয় বক্সার সাগর আহলাওয়াতছবি স্পোর্টস এরিনা ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

চলতি কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে নিশ্চিত হলো ভারতের ষষ্ঠ পদক। মহিলাদের লাইটওয়েট বিভাগে নিউজিল্যান্ডের ট্রয় গার্টনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে বক্সিং-এ ৫ নম্বর পদকটি নিশ্চিত করেছিলেন জেসমিন। তার আগে বৃহস্পতিবার পুরুষদের ফ্লাইওয়েটে লেনন মুলিগানের বিপক্ষে জিতে সেমিফাইনালে পৌঁছে যান অমিত পাঙ্ঘাল। অমিত নিশ্চিত করেছিলেন চতুর্থ পদক। এবার পুরুষদের ৯২ কেজি+ বিভাগের কোয়ার্টার ফাইনালে জিতলেন সাগর আহলাওয়াত। যার ফলে বক্সিং থেকে নিশ্চিত হলো ভারতের ষষ্ঠ পদক।

মহিলাদের লাইটওয়েট (৫৭-৬০ কেজি) বিভাগে স্প্লিট ডিসিশনে জেতেন জেসমিন। নিউজিল্যান্ডের ট্রয় গার্টনকে ৪-১ ব্যবধানে হারান তিনি। অন্যদিকে পুরুষদের ফ্লাইওয়েটে ৫১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে স্কটিশ বক্সার লেনন মুলিগানের বিপক্ষে ৫-০ ব্যবধানে জেতেন অমিত। গোল্ড কোস্ট কমনওয়েলথে অমিত পাঙ্ঘাল দেশকে রূপো এনে দিয়েছিলেন। এবার তাঁর হাত ধরে সোনা জয়ের স্বপ্ন দেখছে দেশ।

জেসমিন, অমিত ছাড়াও ভারতের আরও তিন বক্সার সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে ফেলেছেন আগেই। ৫০ কেজি বিভাগে পদক নিশ্চিত করেছেন নিখাত জারিন। ৪৮ কেজি বিভাগে পদক নিশ্চিত করেছেন নীতু গংঘাস এবং ৫৭ কেজি বিভাগে পদক নিশ্চিত করেছেন মহম্মদ হাসামুদ্দিন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in