CWG 22 : বক্সিং-এ সোনা জিতলেন নীতু, অমিত - দেশকে ব্রোঞ্জ এনে দিলেন মহিলা হকি দল

রেফারির ভুল সিদ্ধান্তের কারণে ফাইনালে প্রবেশ না করতে পারলেও ব্রোঞ্জ জিতে নিজেদের শক্তি জানান দিলেন সবিতা পুনিয়ারা। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো ভারতের মহিলা হকি দল।
অমিত পাঙ্ঘাল এবং নীতু গাঙ্গাস
অমিত পাঙ্ঘাল এবং নীতু গাঙ্গাসছবি সংগৃহীত
Published on

দশম দিনের শুরুতেই বক্সিং-এ জোড়া সাফল্য পেলো দেশ। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি বিভাগে দেশকে সোনা এনে দিলেন নীতু গাঙ্গাস। ফাইনালে ইংল্যান্ডের ডেমি জেড রেজিস্টানকে হারিয়ে চলতি কমনওয়েলথ গেমসে দেশকে ১৪ নম্বর সোনাটি এনে দিলেন নীতু। এর অল্পসময় বাদেই বক্সিং-এ নেমেছিলেন অমিত। তিনি ইংল্যান্ডের কিয়ারান ম্যাকডোনাল্ডকে হারিয়ে দেশের হয়ে ১৫ নম্বর সোনাটি জিতলেন।

ইংলিশ প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম থেকেই দুর্দান্ত লড়াই করেন নীতু। ডেমি জেডের কার্যত দাঁড়াতেই দিলেন ভারতীয় বক্সার। ম্যাচের তিন রাউন্ড শেষে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে ৫-০ ব্যবধানে নীতুকে বিজয়ী ঘোষণা করা হয়। এর ফলে দশম দিনের প্রথম সোনাটি এসে যায় ভারতের।

বক্সিংয়ে ৫১ কেজির ক্যাটেগরিতে ইংল্যান্ডের কিয়ারান ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে প্রথম রাউন্ডে একতরফা জয়ের পর দ্বিতীয় রাউন্ডেও দাপট দেখান অমিত পাঙ্ঘাল। তৃতীয় রাউন্ডে কিছুটা অস্বস্তির মধ্যে পড়লেও বিচারকরা অমিতকে বিজয়ী ঘোষণা করেন। গোল্ড কোস্ট কমনওয়েলথে রূপো জয়ের পর এবার দেশের হয়ে সোনা গলায় ঝোলালেন ভারতের এই তারকা বক্সার।

নীতু, অমিতের পাশাপাশি দশম দিনে ভারতের সাফল্য এলো মহিলা হকি দলের হাত ধরেও। রেফারির ভুল সিদ্ধান্তের কারণে ফাইনালে প্রবেশ না করতে পারলেও ব্রোঞ্জ জিতে নিজেদের শক্তি জানান দিলেন সবিতা পুনিয়ারা। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে জয় অর্জন করেছে ভারতের মহিলা হকি দল।

এদিন শুরুতেই রিভার্স ফ্লিকে গোল করে ভারতকে এগিয়ে দেন সালিমা টেটে। তৃতীয় কোয়ার্টারের শেষ পর্যন্ত এই লীড ধরে রাখে ভারত। তবে চতুর্থ কোয়ার্টারে খেলা শেষের একদম অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে কিউইদের সমতা এনে দেন অলিভিয়া মেরি।

নির্ধারিত সময়ে ফলাফল না নিশ্চিত হওয়ায় খেলা গড়ায় শ্যুট আউটে। সেখানেই দুর্ভেদ্য হয়ে ওঠেন ভারতের সবিতা। চারটি সেভ করে দেশকে ব্রোঞ্জ জেতালেন ভারত অধিনায়ক। শ্যুট আউটে ভারতের পক্ষে ফলাফল ২-১।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in