

বার্মিংহ্যামেও পারলো না পুরুষ হকি দল। সোনা জয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ ব্যবধানে হারলেন মনপ্রীতরা। ফলস্বরূপ আরও একবার রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতকে। আর কমনওয়েলথ গেমসে টানা সপ্তমবার সোনা জিতে নজির গড়লো অস্ট্রেলিয়ার পুরুষ হকি দল।
এবারের কমনওয়েলথ গেমসে পুরুষ হকি দলের কাছে সোনা জয়ের আশায় ছিলো দেশবাসী। তবে অস্ট্রেলিয়ার কাছে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়ে চূড়ান্ত নিরাশ করলো ভারতীয় দল। এর আগে ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ এবং ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথেও ফাইনালে উঠেছিলো ভারত। তবে দু'বারই অস্ট্রেলিয়ার কাছে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। এবারও সেই একই ছবি।
সোমবার গোল্ড মেডেল ম্যাচে প্রথম থেকেই দাপট দেখায় অস্ট্রেলিয়া। ভারতকে গোল করার কোনো সুযোগ না দিয়েই গোলের বন্যা বইয়ে যায় ক্যাঙ্গারুদের দেশ। প্রথম কোয়ার্টারে অস্ট্রেলিয়া করে জোড়া গোল। দ্বিতীয় কোয়ার্টারে আরও তিনটি গোল করেন তারা।তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে অজিরা করেন একটি করে গোল। ভারতকে মোট সাত গোল হজম করিয়ে সোনা জয়ের উৎসবে মাতে অস্ট্রেলিয়া দল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন