Christiano Ronaldo: ফুটবল জীবনে ৯০০ গোল! ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড রোনাল্ডোর

People's Reporter: আন্তর্জাতিক ফুটবল এবং ক্লাব কেরিয়ার মিলিয়ে মোট ৯০০টি গোলের মালিক হলেন রোনাল্ডো। দেশের হয়ে ১৩১টি গোলের মালিক তিনি।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোছবি - উয়েফা নেশনস লিগের এক্স হ্যান্ডেল
Published on

ফুটবল জগতে ইতিহাস তৈরি করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন সি আর সেভেন। যা আজ পর্যন্ত কোনও ফুটবলার করতে পারেননি।

সি আর সেভেন মানেই যে বিশ্বরেকর্ড তা ফের একবার প্রমাণ করলেন তিনি। ফুটবল জীবনে ৯০০ গোল করলেন রোনাল্ডো। পাশাপাশি দেশের জার্সিতে ১৩১টি গোলের মালিক হলেন তিনি।

২০২৪-২৫ মরসুমে উয়েফা নেশন লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল এবং ক্রোয়েশিয়া। ম্যাচের ৭ মিনিটেই দিয়োগো দালোটের গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৩৪ মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪১ মিনিটের আত্মঘাতী গোল করেন দিয়োগো দালোট। প্রথমার্ধের ফলাফলই বজায় থাকে ম্যাচের শেষ পর্যন্ত। তবে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। দেশকে জয় এনে দেওয়ার পাশাপাশি রোনাল্ডো ফের একবার প্রমাণ করলেন কেন তিনি অন্যতম বিশ্বসেরা ফুটবলার।

আন্তর্জাতিক ফুটবল এবং ক্লাব কেরিয়ার মিলিয়ে মোট ৯০০টি গোলের মালিক হলেন রোনাল্ডো। দেশের হয়ে ১৩১টি গোলের মালিক তিনি। রিয়েল মাদ্রিদের হয়ে ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি, জুভেন্টাসের জার্সিতে ১০১টি, আল নাসেরের জার্সিতে ৬৮টি এবং স্পোর্টিং সিপির হয়ে ৫টি গোল করেছেন রোনাল্ডো।

রোনাল্ডোর পরেই রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। রোনাল্ডো মোট ১২৩৬টি ম্যাচ খেলে ৯০০টি গোল করেছেন। মেসি ১০৬৯ ম্যাচ খেলে ৮৩৮টি গোল করেছেন।

বিশ্বরেকর্ড গড়ার পর রোনাল্ডো বলেন, "আমি জানতাম এই রেকর্ডটা আমি করতে পারব। অনেকদিন ধরেই সেটার চেষ্টা করছিলাম। কিন্তু ব্যর্থ হচ্ছিলাম। বিশ্বরেকর্ড গড়ে খুবই গর্বিত আমি। আমি রেকর্ডকে অনুসরণ করি না, রেকর্ড আমাকে অনুসরণ করে"।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in