Cricket World Cup 2023: এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করলো আফগানিস্তান

People's Reporter: সোমবার শ্রীলঙ্কাকে হারানোয় নিজেদের সাথে সাথে আফগানিস্তানকেও সুবিধা করে দিল বাংলাদেশ। কারণ পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে আছে আফগানরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জন করলো আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জন করলো আফগানিস্তানছবি - আইসিসির ফেসবুক পেজ

বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কা হারায় আখেরে লাভ হলো আফগানিস্তানের। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের জায়গা পাকা করে ফেললেন রশিদ খানরা।

নিয়মানুযায়ী চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলে প্রথম সাতটি দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যোগ্যতা অর্জন করবে। সোমবার শ্রীলঙ্কাকে হারানোয় নিজেদের সাথে সাথে আফগানিস্তানকেও সুবিধা করে দিল বাংলাদেশ। কারণ পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে আছে আফগানরা। তাদের পয়েন্ট সাত ম্যাচ খেলে ৮। বাংলাদেশের পয়েন্ট ৮ ম্যাচ খেলে ৪। সাকিবরা রয়েছেন সপ্তম স্থানে।

বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট একই হলেও রান রেটে পিছিয়ে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আছে অষ্টম স্থানে। নিজেদের শেষ ম্যাচ জিতলেও আফগানিস্তানকে কোনো মতেই টপকাতে পারবে না দুই দলই। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জনে কোনো বাধা থাকলো না রশিদদের কাছে। এর আগে কোনো বার তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জন করেনি। এই প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করবে।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। স্বাভাবিকভাবেই আয়োজক দেশ হিসেবে আগেই পাকা হয়ে গিয়েছিল বাবর আজমদের স্থান। বিশ্বকাপের পয়েন্ট টেবিলে পাকিস্তান আছে পঞ্চম স্থানে। পয়েন্ট ৮ ম্যাচে ৮। সেই কারণে টেবিলের অষ্টম স্থানে থাকা দলেরও সুযোগ রয়েছে যোগ্যতা অর্জনের। নেদারল্যান্ডসের কাছেও সুযোগ আছে শেষ আটে থাকার। কারণ ডাচদের বাকি আছে ২টি ম্যাচ। শেষ দু'টি ম্যাচে যদি তারা জেতে এবং শ্রীলঙ্কা অথবা বাংলাদেশের মধ্যে কোনো একটি দল হারে তাহলে তারা যোগ্যতা অর্জন করতে পারে। আবার ইংল্যান্ড যদি শেষ ২টো ম্যাচ জিতলে তাদের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জন করলো আফগানিস্তান
Cricket World Cup 2023: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার, বিরল 'টাইমড আউট' হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জন করলো আফগানিস্তান
World Cup 2023: 'বিশ্বকাপ জেতার জন্য বিশেষ বল ব্যবহার করছে ভারত', বিস্ফোরক প্রাক্তন পাক ক্রিকেটার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in