Cricket World Cup 2023: ডেলিভারি বয় থেকে বিশ্বকাপের মঞ্চ! কেমন ছিল নেদারল্যান্ডসের পলের লড়াই?

People's Reporter: জীবন চালানোর জন্য পল ভ্যান উবের ইটসে কাজ করতেন। তিনি বলেছিলেন, ২০২০ টি-২০ বিশ্বকাপ বন্ধ হয়ে যাওয়ায় বেশ চিন্তায় ছিলাম। তারপরই খাবার ডেলিভারি শুরু করি। উপার্জন না করলে খাবো কী?
পল ভ্যান মেকেরেন
পল ভ্যান মেকেরেনছবি - আইসিসির ট্যুইটার

উবের ইটসের কর্মচারী থেকে সোজা বিশ্বকাপের তারকা। ঠিক যেন রূপকথার গল্প। দারিদ্র্যতাকে হার মানিয়ে বিশ্বমঞ্চে নিজের দেশকে জেতাতে সাহায্য করলেন নেদারল্যান্ডসের বোলার পল ভ্যান মিকেরেন।

মঙ্গলবার ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস লিখেছে নেদারল্যান্ডস। ৫০ ওভারের বিশ্বকাপে এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তারা। এর আগে টি-২০ বিশ্বকাপেও নেদারল্যান্ডসের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। গতকালের ম্যাচে নেদারল্যান্ডসের ব্যাটারদের থেকেও নজর কেড়েছেন বোলাররা। যার মধ্যে অন্যতম হলেন পল ভ্যান মিকেরেন। তিনি ৯ ওভার বল করে ৪০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। তাঁর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ফর্মে থাকা এইডেন মার্করাম। মার্কো জানসেনও পলের বলে আউট হন।

নেদারল্যান্ডসের অধিকাংশ ক্রিকেটারই সারা বছর অন্য কাজের সাথে যুক্ত থাকেন। বিশ্বকাপের আগে সকলে জোরকদমে প্রস্তুতি শুরু করেন। জীবন চালানোর জন্য পল ভ্যান মেকেরেন উবের ইটসে কাজ করতেন। তিনি বলেছিলেন, তাঁর বাড়ি ভাড়া, খাবার খরচ, মোবাইল ফোনের বিল সহ একাধিক আনুষঙ্গিক প্রয়োজন মেটাতে তাঁকে ক্রিকেট খেলা ছাড়াও অন্য কাজ করতেই হবে। আর এটা তিনি হাসিমুখেই করতেন।

মিকেরেন একটি ট্যুইট করেছিলেন যেখানে লিখেছিলেন, "করোনার কারণে ২০২০ টি-২০ বিশ্বকাপ বন্ধ হয়ে যাওয়ায় বেশ চিন্তায় ছিলাম। তারপরই উবের ইটসের মাধ্যমে খাবার ডেলিভারি করতে থাকি। উপার্জন না করলে খাবো কী? মানুষের জীবনে কখন পরিবর্তন আসবে কেউ বুঝতে পারে না।"

তিন বছর আগে এক সাক্ষাতকারেও একথা স্বীকার করেছিলেন পলে। তিনি আরও জানিয়েছিলেন, "যা সঞ্চয় করে রেখেছিলাম তা শেষ হয়ে যাচ্ছে। ফলে পুরো শীতকাল ঠিক ভাবে চালাতে কাজ করতেই হতো। সব সময় চাইতাম কোনো ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলতে বা কাউন্টি বা জাতীয় দলে যদি ডাক পাই আমার সমস্যা সমাধান হতে পারে"। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশকে জেতানোর পর পলের সেই টুইট ফের ভাইরাল হয়েছে।

পল ভ্যান মেকেরেন
Cricket World Cup 2023: অধিনায়কত্ব ছাড়া উচিত - ভারতের বিরুদ্ধে হেরে প্রাক্তন পাক তারকার নিশানায় বাবর
পল ভ্যান মেকেরেন
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট! সাথে আছে আরও ৪টি খেলা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in