
ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শকদের মন জয় করার জন্য তারকাখচিত অনুষ্ঠানের ব্যবস্থা করলো বিসিসিআই। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এক বিশেষ প্রদর্শনীর পাশাপাশি বলিউডের একাধিক সঙ্গীত শিল্পী গান গাইবেন বিশ্বকাপের মঞ্চে।
১২ বছর পর ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে ভারত। কপিল দেব (১৯৮৩), মহেন্দ্র সিং ধোনি (২০১১)-র পর রোহিত শর্মার কাছে বিরাট সুযোগ কাপ জয়ের। ইতিমধ্যেই আমেদাবাদ স্টেশন এবং বিমানবন্দরগুলিতে ভিড় চোখে পড়ার মতো। শুক্রবার রাত থেকেই দেশ-বিদেশ থেকে দর্শকরা আমেদাবাদে আসতে শুরু করে দিয়েছেন। ভারতীয় ফ্যানদের দাবি, ২০০৩ সালে হারের বদলা নেবেন বিরাটরা। মাঠে যেমন ক্রিকেটাররা সমর্থকদের আনন্দ দেবেন, মাঠের বাইরে দর্শকদের জন্য রয়েছে বিশেষ উপহার।
রবিবার ম্যাচের আগে ও ম্যাচের মধ্যে কী কী অনুষ্ঠান হবে তার তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। যাতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর ১টা ৩৫ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ভারতীয় বায়ুসেনার বিশেষ দল 'সূর্যকিরণ' নানান ধরণের প্রদর্শনী করবে। সূত্রের খবর, বিমানে করে দুই দেশের পতাকা নিয়ে উড়ে যাওয়ার অনুমতি চাইলেও তা খারিজ করে দেয় আইসিসি। শনিবারও 'সূর্যকিরণ' বাহিনীর মহড়াও ছিল চোখে পড়ার মতো।
ম্যাচের প্রথম ইনিংসের ড্রিংকস ব্রেকের পরই গান গাইবেন সম্প্রতি ভাইরাল হওয়া গান 'খালাসি'র গায়ক আদিত্য গারভি। এরপর প্রথম ইনিংস শেষে গায়ক ও সুরকার প্রীতম চক্রবর্তী, নাকাশ আজিজ, জোনিতা গান্ধী, আকাশ সিং, অমিত মিশ্র এবং তুষার যোশীর মতো তারকা সঙ্গীত শিল্পীরা পারফর্ম করবেন।
এখানেই শেষ নয়। দ্বিতীয় ইনিংসের ড্রিংকস ব্রেকেও রয়েছে বিশেষ চমক। যেটা চলতি বিশ্বকাপে দর্শকদের নজর কেড়েছে। স্টেডিয়ামে শুরু হবে লেজার এবং লাইট শো। আগামীকাল লাখ লাখ দর্শকের মন জয় করার নানান ব্যবস্থা থাকলেও ভারতীয় ফ্যান এবং সমগ্র ভারতবাসী চাইছে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হোক ভারত।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন