Commonwealth Games 22: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ লীড, টেবিল টেনিসে দুরন্ত শুরু মনিকা বাত্রাদের

গ্রুপ খেলায় সহজ ভাবেই প্রথম ম্যাচ জিতে নিয়েছেন ভারতের আকুলা-রিথ জুটি। একতরফা ভাবে ১১-৭, ১১-৭, ১১-৫ ব্যবধানে প্রোটিয়া জুটি দানিশা প্যাটেল এবং লায়লা এডওয়ার্ডসকে হারান তাঁরা।
মনিকা বাত্রা
মনিকা বাত্রাছবি - সংগৃহীত

টোকিও অলিম্পিক্সের ব্যর্থতা ভুলে কমনওয়েলথ গেমসের টেবিল টেনিসে দুরন্ত শুরু মনিকা বাত্রাদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারতীয় প্যাডলাররা। গ্রুপ খেলায় অনবদ্য ভাবে প্রথম ম্যাচ জিতে নেয় রিথ টেনিসন এবং শ্রীজা আকুলা জুটি। এরপর মুসফিক কালামকে স্ট্রেট গেমে পরাজিত করেন ভারতের স্টার খেলোয়াড় মনিকা বাত্রা। তৃতীয় ম্যাচে দানিশা প্যাটেলকে স্ট্রেট গেমে হারান শ্রীজা আকুলা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ খেলায় সহজ ভাবেই প্রথম ম্যাচ জিতে নিয়েছেন ভারতের আকুলা-রিথ জুটি। একতরফা ভাবে ১১-৭, ১১-৭, ১১-৫ ব্যবধানে প্রোটিয়া জুটি দানিশা প্যাটেল এবং লায়লা এডওয়ার্ডসকে হারান তাঁরা। আকুলা-রিথের হাত ধরেই টেবিল টেনিসে প্রথম লীড পায় ভারত।

ডাবলসে হারানোর পর সিঙ্গলসে দানিশা প্যাটেলকে ফের একবার পর্যুদস্ত করেন শ্রীজা আকুলা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টাই-এর তৃতীয় ম্যাচে, এক তরফা লড়াইয়ে ১১-৫, ১১-৩, ১১-৬ ব্যবধানে দানিশাকে উড়িয়ে দিয়েছেন ভারতীয় প্যাডলার।

দ্বিতীয় ম্যাচে ভারতের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় মনিকা বাত্রা মুসফিক কালামকে দাঁড়াতেই দিলেন না। ১১-৫, ১১-৩, ১১-২ ব্যবধানে খড়কুটোর মতো প্রতিপক্ষকে উড়িয়ে সিঙ্গলসে জয় তুলে নিলেন তিনি।

টেবিল টেনিসে শুরুটা ভালো হলেও লন বলের শুরুটা ভালো হয়নি ইন্ডিয়ার। লন বলের সিঙ্গলসে তানিয়া চৌধুরী তাঁর প্রথম ম্যাচে হেরে গেলেন ডি হগগানের কাছে। ২১-১০ ব্যবধানে সহজ জয় তুলে নিয়েছেন হুগগান। পাশাপাশি লন বল টিম ম্যাচে, প্রথম রাউন্ডের এ বিভাগ টাই-এ-এর প্রথম ম্যাচে ভারতের পুরুষ দল নিউজিল্যান্ডের কাছে ৬-২৩ ব্যবধানে পরাজিত হয়েছে।

মনিকা বাত্রা
Paul Pogba: বড় ধাক্কা ফরাসী শিবিরে, বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন পল পোগবা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in