
২০ বছর পর ২০৩০ সালে ফের ভারতে বসতে পারে কমনওয়েলথ গেমসের আসর। বুধবার কেন্দ্রের অনুমতি মেলার পরই আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারত। চূড়ান্ত প্রস্তাব জমা করতে হবে ৩১ আগস্টের মধ্যে। নভেম্বরের শেষে ২০৩০-এর আয়োজকদের নাম ঘোষণা করা হবে। ভারতে কমনওয়েলথ গেমস হলে সমস্ত খরচ বহন করবে কেন্দ্র।
আগেই ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আগ্রহ দেখিয়েছিল ভারত। বুধবার সাধারণ সভায় সেই প্রস্তাব পাস হয়েছে। ভারতের অলিম্পিক্স কমিটির (আইওএ) যুগ্ম সচিব কল্যাণ চৌবে জানিয়েছেন, দ্রুত প্রস্তুতি শুরু করা হবে। ইতিমধ্যেই কানাডা নাম তুলে নেওয়ায় ভারতের জন্য সম্ভাবনা বেড়েছে। লড়াই শুধু এখন নাইজেরিয়ার সঙ্গে। তবে জানা গেছে, নতুন করে প্রস্তাব দিতে পারে দক্ষিণ আফ্রিকা।
এ প্রসঙ্গে কর্মসমিতির সদস্য রোহিত রাজপাল বলেছেন, “২০৩০-এর কমনওয়েলথ গেমস হবে পূর্ণাঙ্গ মাপের। আমরা যে খেলাগুলোতে ভাল সেগুলোকে অন্তর্ভুক্ত করা যাবে যাতে পদকের সংখ্যা অনেকটাই বাড়ে"। উল্লেখ্য, ২০২৬ সালের গ্লাসগো গেমসে হকি, ব্যাডমিন্টন, কুস্তি এবং শুটিংয়ের মতো ইভেন্ট নেই, যেগুলোতে নিয়মিত পদক জিতেছে ভারত।
রাজপাল আরও জানিয়েছেন, “তিন ধরনের খেলা থাকে। প্রথমত, কমনওয়েলথ গেমসের মূল খেলা যা প্রতি বারই হয়। দ্বিতীয় ভাগে থাকে আয়োজক দেশের পছন্দের খেলা এবং তৃতীয় ভাগে অতিরিক্ত খেলা। ২০৩০-এর কমনওয়েলথ গেমসে ঐতিহ্যশালী এবং স্বদেশি খেলাধুলো রাখব আমরা। শুটিং, তিরন্দাজি, কুস্তি, কবাডি, খো খো-র মতো খেলা থাকবে"।
সম্প্রতি কমনওয়েলথ গেমসের ডিরেক্টর ডারেন হল আমেদাবাদে এসেছিলেন। পরিকাঠামো পরিদর্শনের পাশাপাশি গুজরাটের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানা যাচ্ছে, চলতি বছরের শেষে আরও একটা বড় দল আসতে পারে।
এর আগে ২০১০ সালে কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল ভারত। সেটাই ছিল প্রথম। তবে সেবার অব্যবস্থা এবং আর্থিক দুর্নীতির জন্য সমালোচিত হয়। অ্যাথলিটস্ ভিলেজ, স্টেডিয়াম-সহ একাধিক পরিকাঠামো তৈরিতে অনেক দেরি হয়, বাজেট বেড়ে যায়, নেহরু স্টেডিয়ামে ফুটব্রিজ ভাঙায় অনেক শ্রমিক আহত হন। এমনকি বিপুল আর্থিক দুর্নীতির জন্য জেলে পাঠানো হয়েছিল আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কলমডিকে। যা দেখে অনেক খেলোয়াড় নিজেদের নাম তুলে নিয়েছিলেন। এমনকি স্কটল্যান্ড, কানাডার মতো দেশ অব্যবস্থা দেখে দেরিতে ক্রীড়াবিদদের পাঠিয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন