CWG 22: টানা তিন কমনওয়েলথে সোনা জয়ের নজির ভিনেশ ফোগাটের, অভিষেকেই সোনা রবি দাহিয়ার

২০১৪ সালে গ্লাসগো, ২০১৮ সালে গোল্ড কোস্টের পর ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথেও দেশকে সোনা এনে দিলেন 'সোনার মেয়ে' ভিনেশ।
রবি দাহিয়া এবং ভিনেশ ফোগাট
রবি দাহিয়া এবং ভিনেশ ফোগাটফাইল ছবি

কুস্তিতে বার্মিংহ্যামে বাজিমাৎ করছেন ভারতীয় তারকারা। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, দীপক পুনিয়ার পর এবার কুস্তিতে ভারতকে চার নম্বর সোনা এনে দিলেন রবি কুমার দাহিয়া। টোকিও অলিম্পিক্সের মঞ্চে অল্পের জন্য সোনা হাতছাড়া করেছিলেন রবি। তবে কমনওয়েলথের মঞ্চে হাসতে হাসতেই সোনা জিতেনিলেন তিনি। রবির সোনা জয়ের অল্প সময় বাদেই কুস্তিতে ভারতকে পঞ্চম পদকটি এনে দিলেন ভিনেশ ফোগাট।

২০১৪ সালে গ্লাসগো, ২০১৮ সালে গোল্ড কোস্টের পর ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথেও দেশকে সোনা এনে দিলেন 'সোনার মেয়ে' ভিনেশ। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে টানা তৃতীয় কমনওয়েলথ গেমসে সোনা জয়ের রেকর্ড গড়লেন তিনি। এদিন মহিলাদের ৫৩ কেজি ফ্রি স্টাইল বিভাগে শ্রীলঙ্কান প্রতিপক্ষকে ধরাশায়ী করে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেশের হয়ে ১১ নম্বর সোনাটি জিতে নেন ভিনেশ ফোগাট।

শনিবার পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে পাকিস্তানের আলী আসাদের বিপক্ষে ১০-২ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন রবি দাহিয়া। আর ফাইনালে নাইজেরিয়ার ইবাইকেওয়েনিমো ওয়েলসনকে ১০-০ ব্যবধানে হারিয়ে সোনা জিতেনিলেন হরিয়ানার বছর ২৪-এর এই কুস্তিগীর।

টোকিও অলিম্পিক্সের মঞ্চে দেশকে রূপো জিতিয়েই শিরোনামে এসেছিলেন রবি। এবার কমনওয়েলথে দেশকে সোনা জিতিয়ে ফের শিরোনামে তিনি। এটিই রবি দাহিয়ার প্রথম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ। আর অভিষেক কমনওয়েলথেই দেশকে সোনা জেতালেন তিনি।

২০১৫ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশীপে রূপো জিতেছিলেন রবি দাহিয়া। এরপর ২০১৮ সালে বুখারেস্ট অনুর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়নশীপে রূপো জেতেন। ২০১৯ সালে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ মেডেল জেতেন তিনি। এছাড়াও ২০২০, ২০২১, ২০২২-সালে টানা তিনবারের এশিয়ান চ্যাম্পিয়নশীপ জয়ি তিনি। ২০২০ সালে টোকিও অলিম্পিক্সে রূপো জয়ী তারকা কমনওয়েলথে দেশকে এনে দিলেন স্বর্ণপদক।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in