Commonwealth Games: করোনা আক্রান্ত দুই ক্রিকেটার, তাঁদের ছাড়াই বার্মিংহ্যামে হরমনপ্রীত বাহিনী

২৯ জুলাই ভারতের প্রথম ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। উদ্বোধনী ম্যাচে করোনা আক্রান্ত দুই খেলোয়াড়কে পাওয়ার সম্ভাবনা খুবই কম। ৩১ জুলাই পাকিস্তান বিপক্ষে তাঁদের পাওয়া যেতে পারে।
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

কমনওয়েলথ গেমসে অভিষেক ঘটছে ওম্যানস ক্রিকেট। সেই উদ্দেশ্যে রবিবার বার্মিংহ্যামে রওনাও দিয়েছেন হরমনপ্রীত কৌররা। তবে ভারতীয় স্কোয়াডের দুই ক্রিকেটার দলের সাথে যুক্তরাজ্যে যেতে পারেননি। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আগেই জানিয়েছিলেন যে সফরকারী দলের একজন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এবার জানা গিয়েছে, আরও এক ক্রিকেটারের রিপোর্ট পজেটিভ এসেছে।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা পিটিআই-কে বলেন, "দ্বিতীয় একজন খেলোয়াড় কোভিড-১৯ আক্রান্ত। প্রস্থানের আগেই এই ফলাফল এসেছে। দুই খেলোয়াড়ই ভারতে রয়েছেন।"

বিসিসিআই সূত্রে খবর, প্রোটোকল অনুযায়ী দুই খেলোয়াড়ের ফলাফল নেগেটিভ এলেই তাঁরা দলের সাথে যোগ দিতে পারবেন। ২৯ জুলাই ভারতের প্রথম ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পরিস্থিতি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে করোনা আক্রান্ত দুই খেলোয়াড়কে পাওয়ার সম্ভাবনা খুবই কম। ৩১ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ৩ আগস্ট ফাইনাল লীগ ম্যাচে বার্বাডোজের বিপক্ষে তাঁদের পাওয়া যেতে পারে।

কমনওয়েলথ গেমসে ওম্যানস ক্রিকেটে ফাইনাল সহ সব খেলাই হবে এজবাস্টনে। আয়োজকরা ইতিমধ্যেই জানিয়েছে সেমিফাইনাল ও ফাইনালের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেটের অভিষেকে সোনা জিতে ইতিহাস রচনা করার জন্য মুখিয়ে রয়েছেন হরমনপ্রীত কৌররা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in