Commonwealth Games 2022: মীরাবাঈয়ের হাত ধরে প্রথম সোনা ভারতের

দ্বিতীয় দিনে ভারোত্তোলন থেকেই তিনটি পদক জিতলো ভারত। সঙ্কেত সরগরের রূপোর পর গুরুরাজা পূজারীর ব্রোঞ্জ। এবার টোকিও অলিম্পিক্সে রূপো জয়ী মীরাবাঈ চানু জিতলেন সোনা। ২০১৮ কমনওয়েলথেও সোনা জিতেছিলেন তিনি।
মীরাবাই চানু
মীরাবাই চানুছবি সৌজন্যে টীম ইন্ডিয়া টুইটার হ্যান্ডেল
Published on

প্রত্যাশা মতোই কমনওয়েলথের মঞ্চে দেশকে সোনা এনে দিলেন সাঁইখোম মীরাবাঈ চানু। বার্মিংহ্যামের দ্বিতীয় দিনে ভারোত্তোলন থেকেই তিনটি পদক জিতলো ভারত। সঙ্কেত সরগরের রূপোর পর গুরুরাজা পূজারী জেতেন ব্রোঞ্জ। এবার টোকিও অলিম্পিক্সে রূপো জয়ী মীরাবাঈ চানু দেশকে উপহার দিলেন সোনা। ২০১৮ কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন তিনি। ২০১৪ কমনওয়েলথেও তাঁর গলায় ঝুলেছিলো রূপোর পদক।

মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে এদিন কার্যত হাসতে হাসতে সোনা জিতলেন মীরাবাঈ। স্ন্যাচে প্রথম প্রচেষ্টাতে ৮৪ কেজি ভার তোলার পর দ্বিতীয় প্রচেষ্টাতে তোলেন ৮৮ কেজি। এটিই স্ন্যাচে তাঁর সেরা পারফরম্যান্স। দ্বিতীয় স্থানে থাকা ভারোত্তোলকের থেকে স্ন্যাচে ১২ কেজি ভার বেশি তোলেন চানু।

ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টাতে ১০৯ কেজি ভার তুলেই সোনা নিশ্চিত করেন মীরাবাঈ। দ্বিতীয় প্রচেষ্টাতে তোলেন ১১৩ কেজি। স্ন্যাচ এবং ক্লিন এন্ড জার্ক মিলিয়ে মোট ২০১ কেজি ভার তোলেন তিনি।

বার্মিংহ্যামের দ্বিতীয় দিনে ভারোত্তোলন থেকেই তিনটি পদক এলো ভারতের খাতায়। ৫৫ কেজি বিভাগে ২৪৮ কেজি ভার তুলে দেশকে প্রথম পদক এনে দেন সঙ্কেত মহাদেব। ৬১ কেজি বিভাগে ২৬৯ কেজি ভার তুলে ব্রোঞ্জ জেতেন গুরুরাজা। এবার ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন মীরাবাঈ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in